Advertisement
E-Paper

বিয়ের অনুষ্ঠানে লম্ফঝম্প! ছাদ ভেঙে ‘পাতালে’ ঢুকে গেলেন অতিথিরা, ভাইরাল ভিডিয়ো নিয়ে হইচই, বিতর্ক

ভাইরাল ভিডিয়ো অনুযায়ী, হিমাচল প্রদেশের চম্বায় ওই বিয়ের আসর বসেছিল। এক দম্পতির বিয়ে উপলক্ষে ছাদের উপর নাচানাচি করছিলেন অনেকে। পাশে অন্য একটি ছাদেও ভিড় করে দাঁড়িয়েছিলেন অনেকে। তখনই দুর্ঘটনা ঘটে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৬:১৩
Video shows some relative fall in the hole during marriage dance, some netizens thinks video might be AI generated

ছবি: এক্স থেকে নেওয়া।

বিয়ের মরসুম চলছে। অনেক বিয়ের অনুষ্ঠানেই অদ্ভুত সব ঘটনা ঘটে। নববর-বধূ বা আত্মীয়স্বজনদের অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হয়। সে রকমই একটি বিয়েবাড়ির ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে হইচই ফেলে দিয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ে চলাকালীন আত্মীয়স্বজনরা নাচানাচি করার সময় ভেঙে গেল অনুষ্ঠানস্থলের ছাদ। সরাসরি গর্তে ঢুকে গেলেন আত্মীয়রা। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল ভিডিয়ো অনুযায়ী, হিমাচল প্রদেশের চম্বায় ওই বিয়ের আসর বসেছিল। এক দম্পতির বিয়ে উপলক্ষে ছাদের উপর নাচানাচি করছিলেন অনেকে। পাশে অন্য একটি ছাদেও ভিড় করে দাঁড়িয়েছিলেন অনেকে। তখনই হঠাৎ দুর্ঘটনা ঘটে। চোখের পলকে একপাশের ছাদ ভেঙে পড়ে। ছাদ ভেঙে গর্তে পড়ে যান আগত অতিথিদের অনেকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ওই ঘটনায় ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে ২০-২৫ জন আহত হয়েছেন, তাঁদের বেশির ভাগই মহিলা। তাঁদের মধ্যে তিন থেকে চার জন গুরুতর আহত হয়েছেন। তবে দুর্ঘটনায় কেউ মারা যাননি বলেই খবর।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নিখিল সাইনি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার উদ্বেগও প্রকাশ করেছেন। ভিডিয়োর সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ। তাঁদের দাবি, ভিডিয়োটি ভুয়ো। এআই বা কৃত্রিম মেধা দিয়ে তৈরি করা হয়েছে। এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কী ভয়ঙ্কর! একটা ছাদের উপর এত জন উঠে নাচার কোনও মানে হয় না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এটা কি সত্যি ঘটনা? কৃত্রিম মেধা বা এআই দিয়ে তৈরি ভিডিয়ো নয় তো? যদি তা-ই হয়, তা হলে এ রকম ভিডিয়ো তৈরি করে মানুষকে ভয় দেখানোর মানে হয় না।’’

Viral Video Wedding Viral himachal pradesh Wedding Story
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy