কথায় আছে সাপে-নেউলে সম্পর্ক। আরও এক বার প্রকাশ্যে এল সেই চিরশত্রু দুই প্রাণীর লড়াই। রাস্তার ধারে ‘যুদ্ধ’ করতে দেখা গেল একটি ভয়ঙ্কর গোখরো এবং একটি নেউলকে। শুধু তা-ই নয়, যুদ্ধের শেষে বিষাক্ত সাপটিকে পরাস্তও করল সে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তার ধারে লড়াই বেধেছে গোখরো এবং নেউলের। মুখোমুখি হয়েছে দুই প্রতিপক্ষ। সাপটি রাস্তা পেরোনোর চেষ্টা করার সময় তার উপর হামলা চালায় নেউল। গোখরোও ঘুরে জবাব দেয়। এর পর ধীরে ধীরে গোখরোর উপর আক্রমণের ধার বাড়াতে থাকে বেজিটি। হামলা চালিয় বার বার সাপটির পিছনে চলে যায় সে। বেগতিক দেখে পালানোর চেষ্টা করে গোখরো। তবে এর পর সাপটিকে বিশেষ সুযোগ দেয়নি সে। বিদ্যুৎগতিতে সরীসৃপটির মুখ লক্ষ্য করে কামড় বসিয়ে দেয় নেউল। এর পর টেনে রাস্তার ধারের ঝোপে নিয়ে চলে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘শুভ_অফিসিয়াল’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। সাপ-নেউলের ভয়ঙ্কর লড়াই দেখে আঁতকে উঠেছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করলেও অনেকে বিস্ময়ও প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘গোখরো ভয়ঙ্কর সাপ। কিন্তু অনয়াসেই তাকে শেষ করে ফেলল নেউল! নেউল কি তা হলে আরও ভয়ঙ্কর?’’