Advertisement
০৫ মে ২০২৪

ওষুধ খেতে ভুলো না, স্বামীকে বললেন নয়না

সাংসদ-স্বামীর গ্রেফতারি নিয়ে তিনি যতটা উদ্বিগ্ন, তার চেয়ে বেশি চিন্তিত স্বামীর স্বাস্থ্য নিয়ে। সিবিআই হেফাজতে দু’রাত কাটানো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৃহস্পতিবার দু’বার দেখা করে বিধায়ক-স্ত্রী নয়না তাই তাঁকে বলে এসেছেন, ‘‘মনে করে ওষুধগুলো খেয়ো। না খেলে চলবে কী করে!’’

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৭ ০৩:০২
Share: Save:

সাংসদ-স্বামীর গ্রেফতারি নিয়ে তিনি যতটা উদ্বিগ্ন, তার চেয়ে বেশি চিন্তিত স্বামীর স্বাস্থ্য নিয়ে। সিবিআই হেফাজতে দু’রাত কাটানো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৃহস্পতিবার দু’বার দেখা করে বিধায়ক-স্ত্রী নয়না তাই তাঁকে বলে এসেছেন, ‘‘মনে করে ওষুধগুলো খেয়ো। না খেলে চলবে কী করে!’’

সল্টলেকে নিজেদের সদর কার্যালয় সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে মঙ্গলবার তৃণমূল সাংসদ সুদীপকে গ্রেফতার করে সিবিআই। সেই রাতেই তাঁকে ভুবনেশ্বরে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। আদালতের নির্দেশে আপাতত ৯ জানুয়ারি পর্যন্ত তাঁকে সিবিআই হেফাজতেই থাকতে হবে।

সুদীপবাবুর সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার ভুবনেশ্বর যান নয়না। দুপুরে বিজু পট্টনায়ক বিমানবন্দরে নেমে সোজা চলে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে। সেখানে কিছু ক্ষণ অপেক্ষা করার পরে তাঁর সঙ্গে সুদীপের দেখা হয়। তাঁকে দেখেই খানিকটা শাসনের ভঙ্গিতে নয়না জানতে চান, ঠিক মতো খাবার ও ওষুধ খাওয়া হচ্ছে কি না। সুদীপবাবুর তখনও স্নান হয়নি। ওষুধও খাননি। এ কথা শুনে স্বামীকে মনে করে ওষুধ খাওয়ার কথা বলেন তিনি। তার পর সন্ধেবেলা ফের সিবিআই দফতরে গিয়ে সুদীপের সঙ্গে দেখা করেন নয়না। ফের জিজ্ঞাসা করেন, ‘‘দুপুরে ঠিক মতো ওষুধ খেয়েছিলে তো?’’

সুদীপবাবু গ্রেফতার হওয়া ইস্তক গত দু’দিন যেন ঝড় বয়ে গিয়েছে তাঁর জীবনে। মানুষটা কী খাচ্ছে, কেমন আছে, তা ভেবে গত দু’দিন নিজেও চোখের পাতা এক করতে পারেননি। এ দিন তাই থেকে-থেকেই তাঁর মুখে উঠে এসেছে সুদীপবাবুর স্বাস্থ্যের প্রসঙ্গ। ‘‘জানেন, তেল জাতীয় খাবার একেবারেই নিষেধ ওঁর। কিন্তু দু’দিন বাইরে থেকে আনানো খাবারই দেওয়া হচ্ছে বলে সুদীপ আমাকে জানাল,’’ চিন্তিত তাঁর গলার স্বর। বললেন, ‘‘ওঁর তেল-মশলা খাওয়া বারণ। এ ভাবে চলতে থাকলে কী যে হবে! নিজে থেকেও তো কিছু চেয়ে খাবে না। দু’বছর আগে যে জীবন-মরণ লড়াই করে মানুষটা বেঁচে ফিরেছে, সেটা কী সবাই ভুলে গেল!’’ তাঁর উদ্বেগ, ‘‘রোজ সকালে খালিপেটে ডাবের জল দিয়ে দু’টো ওষুধ খেতে হয় সুদীপকে। ডাবের জল কি দিচ্ছে ওঁকে?’’

মঙ্গলবার তাঁর স্বামীকে গ্রেফতার করার পরে সিবিআই অফিসারদের ন য়না জানিয়েছিলেন, সুদীপবাবুকে প্রতিদিন অনেক ওষুধ ও নিয়মের মধ্যে থাকতে হয়। সিবিআইয়ের নয়াপল্লির ইউনিট অফিসে এ দিন স্বামীর সঙ্গে ঘণ্টা দু’য়েক কাটানোর পরে নয়না অভিযোগ করেন, অনেক নিয়মই পালন করা হচ্ছে না। তদন্তকারীরা অবশ্য দাবি করেছেন, সুদীপের শারীরিক অবস্থার কথা নয়নাদেবী তাঁদের জানিয়েছেন। সেই মতোই সব করা হচ্ছে।

পরে সুদীপের সঙ্গে দেখা করে বেরিয়ে নয়না সাংবাদিকদের কাছে প্রশ্ন তোলেন, ‘‘সুদীপ প্রভাবশালী হলে সিবিআই তাঁকে হেফাজতে নিতে পারত?’’ তাঁর অভিযোগ, ‘‘জিজ্ঞাসাবাদের নাম করে ডেকে গ্রেফতার করা হয়েছে সুদীপকে। কিন্তু ওদের (সিবিআইয়ের) কাছে কোনও প্রমাণ নেই।’’

সুদীপকে এ ভাবে দেখে খারাপই লেগেছে তাঁর। কিন্তু এত উদ্বেগের মধ্যেও তাঁকে আশ্বস্ত করেছে স্বামীর হাসিখুশি থাকাটা। ‘‘একটুও ভেঙে পড়েননি বুঝলাম,’’ বললেন সুদীপ-জায়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sudip Bandyopadhyay Nayna Bandyopadhyay
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE