Advertisement
১৬ মে ২০২৪
school vacation

ফণীর জেরে এগিয়ে এল স্কুলের গরমের ছুটি

ঘূর্ণিঝড় ফণীর জন্য এগিয়ে আনা হল স্কুলের গরমের ছুটি। আগামীকাল থেকেই সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে স্কুল শিক্ষা দফতর

ফণীর জন্য স্কুল ছুটির নোটিশ দিল স্কুল শিক্ষা দফতর। ছবি : শাটারস্টক।

ফণীর জন্য স্কুল ছুটির নোটিশ দিল স্কুল শিক্ষা দফতর। ছবি : শাটারস্টক।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ মে ২০১৯ ১৮:২৭
Share: Save:

ঘূর্ণিঝড় ফণীর জন্য এগিয়ে আনা হল স্কুলের গরমের ছুটি। আগামীকাল থেকেই সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে স্কুল শিক্ষা দফতর। তবে যে নোটিস জারি করা হয়েছে সেখানে ক্লাস সাসপেন্ডের কথা বলা হয়েছে। ফলে পঠনপাঠন বন্ধ থাকলেও শিক্ষক শিক্ষিকাদের স্কুলে যেতে হবে।

ফণীর জন্য আইসিএসই ও সিবিএসই বোর্ডের স্কুলগুলিকে আগামী কাল ও পরশু ছুটি ঘোষণার আবেদন করেছে রাজ্য সরকার।আইলার থেকেও বিধ্বংসী হতে পারে ঘুর্ণিঝড় ফণীর প্রভাব। ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া শুরু হয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকায়। শুক্রবার মধ্যরাত বা শনিবার সকালেই ফণী উপকূলে আছড়ে পড়বে। উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।

নিরাপত্তার খাতিরে সতর্কতা জারি করা এলাকায়আগামীকাল থেকেই পঠনপাঠন বন্ধের ঘোষণা করেছে স্কুল শিক্ষা দফতর। আর যেখানে সতর্কতা নেই সেই সব এলাকায় বর্ধিত গরমের ছুটি হিসেবে পঠনপাঠন বন্ধ রাখার নোটিস দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ফণী-আতঙ্কে বুক কাঁপছে আয়লার সাক্ষী সুন্দরবনের, সুনসান বকখালি

আরও পড়ুন : ফণীর পর আসবে বায়ু, তার পর হিক্কা, কায়ার, তার পর...

আগামী ৩০ জুন পর্যন্ত রাজ্য সরকারএই ছুটি ঘোষণা করলেও প্রয়োজনে ছুটি কমিয়েও দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fani cyclone school vacation summer vacation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE