কারও শরীর প্রায় নগ্ন। কারও শরীরে আবার খুবই কম পোশাক। বেশ কিছু দিন ধরে পাড়ার কয়েক জন বধূর এমন ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। তা নিয়ে ফুঁসছিল পাড়ার লোকজন। কিন্তু, সেই ঘটনাকে কেন্দ্র করে বুধবার ইদের সকালে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব বর্ধমানের নাদনঘাট এলাকার মাঠপাড়া।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সামান্য কথা কাটাকাটি থেকেই এ দিনের ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। মুড়ি মুড়কির মতো বোমাবাজি হতে থাকে। চলে ব্যাপক ভাঙচুর ও মারধর। পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানিয়েছেন, এই বচসার কারণ যদিও কিছুটা পুরনো। মাস তিনেক আগে ওই এলাকারই কিছু যুবক জানতে পারেন, পাড়ার কয়েক জন মহিলার প্রায় নগ্ন বা স্বল্প পোশাকের ছবি ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। ভাল করে খেয়াল করলে বোঝা যায়, ছবিগুলি সুপার ইম্পোজ করা হয়েছে। ছবির মুখগুলি ওই পাড়ার মহিলাদের হলেও শরীরের বাকি অংশ অন্য কারও। এর পরে মাঠপাড়ার ছেলেরা খোঁজখবর করতে গিয়ে জানতে পারেন, বাকি শেখ নামে মাঠপাড়ারই এক যুবক বাকি শেখ বিভিন্ন সময়ে ওই মহিলাদের ছবি তুলেছিলেন নিজের মোবাইলে। সেই ছবিই সুপার ইম্পোজ করা হয়েছে বলে মনে হয় মাঠপাড়ার ছেলেদের। কাজেই, সন্দেহ গিয়ে পড়ে বাকি শেখের উপর।