কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে রাজ্য সরকার। এমন অভিযোগে বার বার সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রের তরফে রাজ্যকে জানানো হয়েছিল, আবাস যোজনায় প্রধানমন্ত্রীর নাম যুক্ত না করলে কেন্দ্র এই প্রকল্পে আর টাকা দেবে না। শনিবার শুভেন্দুর দাবি, ইতিমধ্যে এ নিয়ে বিডিওদের কাছে নির্দেশিকা চলে গিয়েছে। টুইটারে তিনি লেখেন, ‘কেন্দ্রীয় পরিদর্শকরা আসার আগেই ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’য় বাড়ির ‘সঠিক’ নাম এবং লোগো লাগানোর জন্য বিডিওদের কাছে জরুরি নির্দেশিকা দিয়েছেন জেলাশাসক।’ ছবি দিয়ে বিরোধী দলনেতা লেখেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার লোগো-ও তৈরি করে পাঠিয়ে দেওয়া হয়েছে।