সংরক্ষণের বিষয়ে রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) তালিকা নিয়ে ইতিমধ্যেই জটিলতা তৈরি হয়েছে। এ বার আর্থিক ভাবে দুর্বল শ্রেণির (ইডব্লিউএস) সংরক্ষণ প্রশ্নেও রাজ্য সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতি এবং সাধারণ শ্রেণিকে (জেনারেল) বঞ্চনা করার অভিযোগ তুলে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপাল সি ভি আনন্দ বোস-কে ব্যবস্থা নেওয়ার দাবি তুলে চিঠিও লেখেন তিনি।
বিধানসভার বাইরে বৃহস্পতিবার শুভেন্দু দাবি করেছেন, ২০২৪-এ কলকাতা হাই কোর্ট রাজ্যের ওবিসি তালিকা থেকে মুসলিমদের ৭৫টি সম্প্রদায়কে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু ওই সম্প্রদায়গুলিকেই এখন আর্থিক ভাবে দুর্বল শ্রেণির মধ্যে নিয়ে আসতে আবেদন করার ছাড়পত্র দিচ্ছে রাজ্য সরকার। এই সূত্রেই শুভেন্দুর অভিযোগ, “পুরোটাই করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট-ব্যাঙ্কের রাজনীতির জন্য। এর ফলে সাধারণ শ্রেণির প্রকৃত আর্থিক ভাবে দুর্বল মানুষদের বঞ্চিত করা হচ্ছে। এই সরকার প্রথমে তফসিলি জাতি-জনজাতি, তার পরে হিন্দু অনগ্রসর শ্রেণি, এখন সাধারণ শ্রেণিকে বঞ্চিত করছে।” তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার পাল্টা শুভেন্দুকে নিশানা করে বলেছেন, “সংবিধানে আর্থসামাজিক ভাবে বঞ্চিত মানুষের জন্য যা নির্দিষ্ট, বিজেপি সারা দেশেই তা নিয়ে আপত্তি তুলছে। এই প্রশ্নে যাঁরা হিন্দু-মুসলমান ভাগাভাগি করছেন, তাঁরা মানুষ নন!”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)