Advertisement
০৫ মে ২০২৪
Bardhaman

বর্ধমানে পুলিশ সুপারের ‘রথযাত্রা’, কটাক্ষ শুভেন্দুর

শুভেন্দুর অভিযোগের কোনও প্রতিক্রিয়া দিতে চাননি পুলিশ সুপার। তবে জেলার পদস্থ পুলিশ আধিকারিকদের একাংশের দাবি, বর্ধমানে পুলিশ সুপারদের এ ভাবে বিদায় সংবর্ধনা দেওয়ার রীতি অনেক দিনের।

বর্ধমানে পুলিশ সুপারের বিদায় সংবর্ধনায় গাড়ি টানছেন পুলিশকর্মীরা।

বর্ধমানে পুলিশ সুপারের বিদায় সংবর্ধনায় গাড়ি টানছেন পুলিশকর্মীরা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৫২
Share: Save:

পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর গাড়ি দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন পুলিশের কর্মী-আধিকারিকেরা— এমন ভিডিয়ো (আনন্দবাজার সেটির সত্যতা যাচাই করেনি) নিয়ে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিষয়টিকে জগন্নাথের রথযাত্রার সঙ্গে তুলনা টেনে সমাজ মাধ্যমে তিনি প্রশ্ন তুলেছেন, ‘‘পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন কি নিজেকে রাজা মনে করেন?’’

সম্প্রতি রাজ্যের বেশ কিছু জেলার পুলিশ সুপারের বদলির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেনকে হুগলি গ্রামীণের পুলিশ সুপার পদে পাঠানো হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে অন্য আধিকারিকদের উদ্যোগে বর্ধমান শহরের একটি হোটেলে পুলিশ সুপারের বিদায় সংবর্ধনার আয়োজন হয়।

শুভেন্দুর অভিযোগ, বিলাসবহুল হোটেলে আয়োজিত সেই অনুষ্ঠানে সিভিক ভলান্টিয়ারেরা পুলিশ সুপারের গাড়ি দড়ি দিয়ে টেনে নিয়ে গিয়েছেন। এই প্রসঙ্গে সিভিক ভলান্টিয়ারদের কম বেতন, পুলিশকর্মীদের ডিএ না পাওয়ার কথাও স্মরণ করিয়েছেন তিনি। সেই সঙ্গে তাঁর অভিযোগ, পঞ্চায়েত ভোটে পূর্ব বর্ধমানে তৃণমূলের ভোট লুটের ক্ষেত্রে ‘দক্ষতা’ দেখিয়েছেন পুলিশ সুপার। এ বার হুগলিতে তৃণমূল নেতৃত্ব যাতে বেআইনি বালি খাদান চালাতে পারেন, প্রশাসন সে বিষয়ে তাঁর ওই ‘দক্ষতা’ কাজে লাগাতে চায়, দাবি শুভেন্দুর।

শুভেন্দুর অভিযোগের কোনও প্রতিক্রিয়া দিতে চাননি পুলিশ সুপার। তবে জেলার পদস্থ পুলিশ আধিকারিকদের একাংশের দাবি, বর্ধমানে পুলিশ সুপারদের এ ভাবে বিদায় সংবর্ধনা দেওয়ার রীতি অনেক দিনের। অতীতেও একাধিক পুলিশ সুপারকে এ ভাবে বিদায় জানানো হয়েছিল। বুধবারের অনুষ্ঠানে কোনও সিভিক ভলান্টিয়ার ছিলেন না বলেও দাবি তাঁদের। এক আধিকারিকের কথায়, ‘‘এই অনুষ্ঠানে সিনিয়র পুলিশ অফিসারেরাই থাকেন। এটি একেবারেই ব্যক্তিগত অনুষ্ঠান। সেখানে কাকে কী ভাবে সম্মান জানানো হবে, তা তো আমাদের নিজস্ব বিষয়।’’

তৃণমূলের অন্যতম রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাসের দাবি, ‘‘পঞ্চায়েত ভোটে হার মেনে নিতে না পেরে বিরোধী দলনেতা এ সব অবান্তর অভিযোগ তুলছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bardhaman Suvendu Adhikari BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE