মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘চাকরি-বিরোধী’ বলে ফের নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গেই তাঁর আহ্বান, বিজেপি, সিপিএম বা কংগ্রেস যে যেমন দলকেই সমর্থন করুন, আগামী বিধানসভা নির্বাচন হোক ‘নো ভোট টু মমতা’র ডাক সামনে রেখে। কলকাতা হাই কোর্টের শর্ত মেনে ওয়েস্ট বেঙ্গল ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার্স অ্যাসোসিয়েশনের ডাকে ২২ ডিসেম্বর থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হাওড়ার মন্দিরতলা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান-কর্মসূচি ছিল বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের। মাসে ৩০ দিন কাজ, ৬০ বছর পর্যন্ত চাকরির নিরাপত্তা-সহ বিভিন্ন দাবিতে ওই অবস্থান হয়েছে। সেখানেই এ দিন যোগ দিয়ে বিরোধী নেতা বলেছেন, “এনডিআরএফ না-আসা পর্যন্ত কলকাতার বৃষ্টিতে বা উত্তরবঙ্গের বিপর্যয়ে উদ্ধারকাজ শুরু হয় না। অথচ আমাদের রাজ্যের এই কর্মীদের কাজের সুযোগ না-দিয়ে বুড়ো আঙুল দেখাচ্ছে সরকার।” শুভেন্দুর সংযোজন, “মমতা হলেন ভাতা-প্রেমী। তিনি চাকরি-বিরোধী মুখ্যমন্ত্রী। রাজ্যে ছ’লক্ষ স্থায়ী পদ অবলুপ্ত করেছে সরকার।” কর্মসূচিতে ছিলেন বিজেপির আইনজীবী নেতা কৌস্তভ বাগচীও। তৃণমূল কংগ্রেস সূত্রে অবশ্য দাবি, রাজ্যে দু’কোটিরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)