Advertisement
E-Paper

একুশের সভা নিয়ে মমতাকে খোঁচা সূর্যকান্তের

শহিদ স্মরণ সমাবেশের মঞ্চ থেকেই এ দিন বিজেপির বিরুদ্ধে আক্রমণের সুর অনেকটাই চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। রেয়াত করেননি বামেদেরও। সেই প্রসঙ্গ তুলে সূর্যকান্ত জানিয়েছেন, বাংলায় বিজেপিকে ডেকে এনেছেন মুখ্যমন্ত্রী নিজেই। এখন নিজেই তাদের বিরুদ্ধে সরব হয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৭ ২৩:৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

শহিদ দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির কোনও সত্যতা নেই। রাজ্যে প্রতিহিংসার রাজনীতি চলছে। শুক্রবার আলিমুদ্দিনে বসে এ ভাবেই মুখ্যমন্ত্রীকে বিঁধলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
তিনি জানান, রাজ্যে কর্মসংস্থান, কৃষক আত্মহত্যার প্রসঙ্গ কৌশলে এড়িয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘রাজ্যে ছেলেমেয়েদের কোনও চাকরি নেই, চাকরির নামে প্রতারিত হয়েছেন অনেকে। সে বিষয়ে মুখ খোলেননি মুখ্যমন্ত্রী।’’ বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, কেন্দ্র ও রাজ্য সরকারের কাজকর্মে চরিত্রগত কোনও ফারাকই নেই।

আরও পড়ুন: মমতা নিজে ক্ষমতায় থাকতে পারবেন তো? পাল্টা কটাক্ষে দিলীপ ঘোষ

শহিদ স্মরণ সমাবেশের মঞ্চ থেকেই এ দিন বিজেপির বিরুদ্ধে আক্রমণের সুর অনেকটাই চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। রেয়াত করেননি বামেদেরও। সেই প্রসঙ্গ তুলে সূর্যকান্ত জানিয়েছেন, বাংলায় বিজেপিকে ডেকে এনেছেন মুখ্যমন্ত্রী নিজেই। এখন নিজেই তাদের বিরুদ্ধে সরব হয়েছেন। কেন্দ্র ও রাজ্য একই পথের পথিক। পার্থক্য শুধু তৃণমূল আঞ্চলিক দল, বিজেপি তা নয়। তাঁর মতে, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হলে মমতাকে ধর্মনিরপেক্ষতার কথা উচ্চারণ করতে হবে। সিপিএম রাজ্য সম্পাদকের প্রশ্ন, কৃষক আত্মহত্যা নিয়ে চুপ কেন মুখ্যমন্ত্রী? এসএসসি, টেট কেলেঙ্কারি মত বিষয়ও জায়গা পায়নি তাঁর বক্তব্যে। কেন্দ্রের বিরুদ্ধে মমতা যা যা অভিযোগ এনেছেন, সেই একই অভিযুক্ত তিনিও। পাশাপাশি, নির্বাচনে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে বলেও এ দিন আওয়াজ তুলেছেন তিনি।

Surjya Kanta Mishra Press Meeting TMC Mamata Banerjee সূর্যকান্ত মিশ্র
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy