Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ভাগবতের অনুষ্ঠানে সিউড়ির স্বপনকান্তি

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবতের একটি কর্মসূচিতে হাজির হয়ে জল্পনা উস্কে দিলেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া সিউড়ির বিধায়ক। আরএসএসের শিক্ষাবিদ দীননাথ বত্রাকে ‘ডক্টর হেডগেওয়ার প্রজ্ঞা সম্মান ২০১৫’ দেওয়ার জন্য বুধবার কলামন্দিরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘শ্রী বড়বাজার কুমারসভা পুস্তকালয়’। ভাগবত ছাড়া বিজেপি সাংসদ মুরলীমনোহর জোশীও সেখানে বক্তৃতা করেন।

কলামন্দিরে স্বপনকান্তি ঘোষ। বুধবার। — নিজস্ব চিত্র।

কলামন্দিরে স্বপনকান্তি ঘোষ। বুধবার। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৫ ০৩:৩৪
Share: Save:

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবতের একটি কর্মসূচিতে হাজির হয়ে জল্পনা উস্কে দিলেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া সিউড়ির বিধায়ক।

আরএসএসের শিক্ষাবিদ দীননাথ বত্রাকে ‘ডক্টর হেডগেওয়ার প্রজ্ঞা সম্মান ২০১৫’ দেওয়ার জন্য বুধবার কলামন্দিরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘শ্রী বড়বাজার কুমারসভা পুস্তকালয়’। ভাগবত ছাড়া বিজেপি সাংসদ মুরলীমনোহর জোশীও সেখানে বক্তৃতা করেন। ওই অনুষ্ঠানেই শ্রোতার আসনে দেখা যায় স্বপনবাবুকে। অনুষ্ঠানের শেষ পর্যন্ত অবশ্য তিনি ছিলেন না। তবে ভাগবত এবং বত্রার বক্তৃতার সময় তিনি হাজির ছিলেন। নিজের কেন্দ্রের একটি জল প্রকল্পে দুর্নীতির অভিযোগ করে তার তদন্ত চেয়ে কিছু দিন আগে কেন্দ্রীয় নগরোন্নয়নমন্ত্রী বেঙ্কাইয়া নায়ডুর সঙ্গে দেখা করেছিলেন স্বপনবাবু। তার পর এ দিন ভাগবতের কর্মসূচিতে স্বপনবাবুর অংশগ্রহণে তাঁর গৈরিক শিবিরে যোগদানের সম্ভাবনা নিয়ে জল্পনা জোরাল হয়েছে।

স্বপনবাবু অবশ্য জানান, কর্মসূচিটি সঙ্ঘের কি না, তা তিনি জানতেন না। তিনি ‘শ্রী বড়বাজার কুমারসভা পুস্তকালয়’-এর আমন্ত্রণ পেয়ে গিয়েছিলেন। প্রশ্ন করা হয়— যে অনুষ্ঠানে ভাগবত থাকছেন, তা যে আরএসএসের, এটা না জানার কী আছে? স্বপনবাবুর জবাব, ‘‘মোহন ভাগবত কি অসুর না বন্যপ্রাণী যে, তিনি কোথাও গেলে সেখানে যাওয়া যাবে না?

এখানে রাজনীতির কোনও বিষয় ছিল না। আর ইয়েচুরি বা কারাট কোথাও গেলে সেখানে যাওয়া যাবে না, এমন রাজনীতি আমার জানা নেই।’’ সিউড়ির বিধায়ক আরও বলেন, ‘‘আমি শিক্ষা ব্যবস্থা বিষয়ে দীননাথ বত্রার কাছ থেকে দিশা জানতে এসেছিলাম। তবে বিরাট কিছু পেলাম না। আমি হতাশ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE