জুনিয়র চিকিৎসকদের ১০ দফা দাবির সমর্থনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করলেন বরানগর ‘জয়েন্ট অ্যালামনি ফোরাম অব স্কুল্স’-এর সদস্যেরা। টবিন রোডের অস্থায়ী অনশন মঞ্চে শনিবার বিকেল ৫টা থেকে রবিবার বিকেল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টার অনশন চলে। প্রতীকী অনশন কর্মসূচিতে ১৯ জন অংশগ্রহণ করেছেন।
অনশনকারীদের পক্ষে তিতাস সোহিনী মৈত্র বলেন, ‘‘সরকারের অমানবিকতার মুখে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকেরা যে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তার প্রতি সংহতি জানিয়ে এবং তিলোত্তমার জন্য ন্যায়বিচারের দাবিতে আমরা প্রতীকী অনশন করলাম। আমরা আবেদন করছি, সরকার সহানুভূতিশীল হোক। চিকিৎসকদের ন্যায্য দাবি মেনে নিক। যদি সদর্থক পদক্ষেপ না হয়, ভবিষ্যতে আমরা আমাদের আন্দোলনকেও তীব্রতর করব।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)