Advertisement
E-Paper

মারা গেলেন লক্ষ্ণণ-জায়া তমালিকা পণ্ডা শেঠ

মারা গেলেন তমালিকা পণ্ডা শেঠ(৬০)। বেশ কিছু দিন ধরেই শ্বসাকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গতকাল একটি রাজনৈতিক সভা সেরে বাড়ি ফিরে হঠাত্ই অসুস্থ বোধ করলে তাঁকে ভর্তি করা হয় হলদিয়ার বি সি রায় হাসপাতালে। সমস্যা বাড়ায় তাঁকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ মে ২০১৬ ০৯:৪২

মারা গেলেন তমালিকা পণ্ডা শেঠ (৬০)। বেশ কিছু দিন ধরেই শ্বসাকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গতকাল একটি রাজনৈতিক সভা সেরে বাড়ি ফিরে হঠাত্ই অসুস্থ বোধ করলে তাঁকে ভর্তি করা হয় হলদিয়ার বি সি রায় হাসপাতালে। সমস্যা বাড়ায় তাঁকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। মাঝপথেই অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয় ডোমজুড়ের এক হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় সিপিএম-এর প্রাক্তন বিধায়ক লক্ষ্মণ শেঠের স্ত্রীর।

ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তমালিকা। যুক্ত ছিলেন গণনাট্য সংস্থার সঙ্গেও। ১৯৭৯ সালে বিয়ে। ১৯৯৭ সালে প্রথম বার হলদিয়া পৌরসভার চেয়ারপার্সন নির্বাচিত হন। ২০১৩ সালে পর্যন্ত মোট চার বার চেয়ারপার্সন হয়েছেন তিনি। ২০০৬-২০১১ সাল পর্যন্ত মহিষাদল বিধানসভার বিধায়ক ছিলেন তিনি। এই সময়ের মধ্যেই ২০১০ সালে সিপিএমের মহিলা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যাও হয়েছিলেন। ২০১৫ সালে সিপিএম ছেড়ে যোগ দেন ভারত নির্মাণ দলে।

রাজনীতির পাশাপাশি আপনজন পত্রিকার সম্পাদিকাও ছিলেন তিনি। প্রায় ১৯টি বই লিখেছিলেন তমালিকা।

Politics Haldia Tamalika Panda Seth Laxman Seth
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy