কর্মসংস্থানের দাবিতে কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত পদযাত্রা করেছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। সেই ‘ইনসাফ যাত্রা’য় সংহতি জানিয়ে তাদের হাতে অর্থ সাহায্য তুলে দিলেন অধ্যাপকদের একাশ। যাদবপুর ৮বি'তে ‘ইনসাফ যাত্রা’র সমাপ্তি সমাবেশে উপস্থিত হয়ে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের হাতে ৪৫ হাজার টাকা দেন তাঁরা। তাঁদের বক্তব্য, ইনসাফের প্রশ্নে বৃহত্তর আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। অনুষ্ঠানে প্রগতিশীল অধ্যাপক আন্দোলনের নেতা কেশব ভট্টাচার্য, শুভোদয় দাশগুপ্ত, বিনায়ক ভট্টাচার্য, সবিতা চৌধুরী, প্রবোধ মিশ্র, গোকুলানন্দ গোস্বামী, মৃণাল সাঁতারা, নিলয় সাহা, অরিন্দম শীল প্রমুখ উপস্থিত ছিলেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)