শুধু পড়ুয়ারাই নয়। সোশ্যাল মিডিয়ার ভুল ব্যবহারে এ বার অস্বস্তিতে শিক্ষকরাও।
সোশ্যাল মিডিয়ার নানা কুপ্রভাব থেকে পড়ুয়াদের বাঁচাতে রাজ্যের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অথচ যাচাই না করা একটি খবর ছড়িয়ে লজ্জায় পড়ে গেলেন রাজ্যের শিক্ষকদেরই একাংশ।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় থেকে স্কুল— বিভিন্ন স্তরের শিক্ষকদের ফেসবুক প্রোফাইলে দেখা গিয়েছে একটি লোগো। সঙ্গে লেখা, ডাক্তারদের মতো শিক্ষকরাও ওই বিশেষ লোগোটি গাড়িতে ব্যবহার করতে পারবেন। এর পরেই শিক্ষকদের একাংশ উচ্ছ্বাসে ফেটে পড়েন। ফেসবুক, হোয়াটসঅ্যাপে দ্রুত ছড়িয়ে পড়ে এই বার্তা। যা পেয়ে খুশি হন বহু শিক্ষক। তাঁদের অনেকেই এ নিয়ে ফেসবুকে নানা বক্তব্য লেখা শুরু করেন।