Advertisement
E-Paper

চলছে শীতের রেকর্ড ভাঙা গড়ার খেলা, উত্তুরে হাওয়ায় কাঁপছে কলকাতাও

পরপর ছক্কা হাঁকাচ্ছে শীত! মোলায়েম আমেজ নয়, এ বার হাড় কাঁপানোর পালা। শুক্রবার এক দশক পরে বরফ পড়েছিল দার্জিলিং, কালিম্পঙে। নাথু লা-য় আটকে পড়েছিলেন পর্যটকেরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ০২:১৭
ওম: পোষ্যের সঙ্গে শীতের কলকাতায়। সুমন বল্লভ

ওম: পোষ্যের সঙ্গে শীতের কলকাতায়। সুমন বল্লভ

পরপর ছক্কা হাঁকাচ্ছে শীত! মোলায়েম আমেজ নয়, এ বার হাড় কাঁপানোর পালা। শুক্রবার এক দশক পরে বরফ পড়েছিল দার্জিলিং, কালিম্পঙে। নাথু লা-য় আটকে পড়েছিলেন পর্যটকেরা। শনিবার গাঙ্গেয় বঙ্গে তীব্রতা আরও বাড়িয়েছে শীত! আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিন দুয়েক কলকাতা বাদে গাঙ্গেয় বঙ্গের সব জেলাতেই শৈত্যপ্রবাহ চলবে।

হাওয়া অফিসের পারদ বলছে, গত পাঁচ বছরের নিরিখে শুক্রবার শীতলতম ডিসেম্বরের রেকর্ড গড়েছিল কলকাতা। শনিবার সেই রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়েছে সে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস, দমদম ৮.৭ ডিগ্রি। ব্যারাকপুরে রাতের পারদ থিতু হয়েছে ৭.১ ডিগ্রিতে! পানাগড়, পুরুলিয়া, শ্রীনিকেতনেও হাঁড় কাপাচ্ছে উত্তুরে হাওয়া। এ দিনও দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নীচে ছিল। শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগু়ড়ির তাপমাত্রা ৫-৭ ডিগ্রির মধ্যে।

কুয়াশার জন্য উত্তরবঙ্গে ট্রেন দেরিতে চলাচল করছে বলে উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রের দাবি। তবে বাগডোগরা বিমানবন্দরের অধিকর্তা সুব্রমণি পি জানিয়েছেন, সিকিমের পাকইয়ং বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ। সেই উড়ানগুলি বাগডোগরায় নামছে। উন্নত প্রযুক্তির অবতরণ ব্যবস্থা থাকার জন্য অসুবিধা হচ্ছে না।

আরও পড়ুন: রিশপের রাস্তায় বরফ দেখে বাঁধ ভাঙল উচ্ছ্বাস

মৌসম ভবন জানাচ্ছে, তীব্র শীতে কাঁপছে উত্তর-পশ্চিম এবং উত্তর ভারতও। দিল্লির তাপমাত্রা নেমেছে ২.৬ ডিগ্রি সেলসিয়াসে। কাশ্মীরের তাপমাত্রা হিমাঙ্কের প্রায় ৭ ডিগ্রি নীচে। জলকষ্ট মোকাবিলায় সে রাজ্যে কন্ট্রোল রুম খুলেছে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ। ১৮ বছর পর এমন তীব্র শীত পেল ভূস্বর্গ।

কাঁপছে ভারত কোথায় কত* • শ্রীনগর -৭.২ • দার্জিলিং -১.০ • হিসার ০.৩ • দিল্লি ২.৬ • গয়া ৩.৩ • রাঁচি ৪.৮ • শিলিগুড়ি ৫.৫ • পুরুলিয়া ৭.০ • ব্যারাকপুর ৭.১ • দমদম ৮.৭ • কলকাতা ১০.৬ * শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা, ডিগ্রি সেলসিয়াসে

মৌসম ভবনের খবর, সমতল এলাকায় সব থেকে বেশি ঠান্ডা ছিল রাজস্থানের ভিলওয়ারে। হিসার, লখনউ, গয়া, পটনা, রাঁচী, জামশেদপুর— সর্বত্রই শীতের দাপটে জবুথবু দশা। কেন? মৌসম ভবনের এক পদস্থ বিজ্ঞানী জানাচ্ছেন, পশ্চিমী ঝঞ্ঝার জেরে হিমালয় পার্বত্য অঞ্চলে লাগাতার তুষারপাত হচ্ছে। ঠান্ডা উত্তুরে হাওয়া সেই বরফের উপর দিয়ে বয়ে আসার ফলে কনকনে ঠান্ডা হয়ে যাচ্ছে। আকাশ পরিষ্কার থাকায় রাতে ভূপৃষ্ঠও দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হচ্ছে। সিকিমের আবহাওয়া দফতরের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, ‘‘পশ্চিমী ঝঞ্ঝা বিদায় নিতেই উত্তরবঙ্গে তীব্র শীত এসে পড়েছে। দার্জিলিঙে তুষারপাতের ফলে সমতলেও ঠান্ডা পড়েছে।’’

Winter Temperature Kolkata
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy