Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Madhyamik 2020

মাধ্যমিকের মার্কশিট দেওয়ার দিন বদল 

মার্কশিট বিতরণ ও তার পর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য স্কুলে অন্তত ৫০% শিক্ষককে হাজির থাকতে বলা হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা 
কলকাতা শেষ আপডেট: ২২ জুলাই ২০২০ ০৪:৫৭
Share: Save:

স্কুলগুলি থেকে মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীদের মার্কশিট বিতরণ আজ বুধবার এবং চলতি সপ্তাহের শুক্রবার করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় মঙ্গলবার জানান, বৃহস্পতিবার বিতরণের কথা ছিল। কিন্তু লকডাউনের জন্য বুধ ও শুক্রবার তা দেওয়া হবে।

ওই বিজ্ঞপ্তিতে মার্কশিট বিতরণ ও তার পর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য স্কুলে অন্তত ৫০% শিক্ষককে হাজির থাকতে বলা হয়েছে। সেই নির্দেশ নিয়ে অধিকাংশ শিক্ষক ও শিক্ষক সংগঠনের বক্তব্য, লকডাউনের মধ্যে ৫০% শিক্ষককে স্কুলে আসার নির্দেশ অমানবিক। এতে পারস্পরিক দূরত্ববিধি লঙ্ঘিত হবে বলে তাদের দাবি। যে সব শিক্ষক স্কুল থেকে দূরে থাকেন তাঁরা কী ভাবে আসবেন তা নিয়েও প্রশ্ন আছে। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি দিব্যেন্দু মুখোপাধ্যায়ের মতে, ‘‘লকডাউনে অনেকেই অফিস যাচ্ছেন। ছাত্রদের স্বার্থে এই দায়িত্বটুকু শিক্ষকরা নিতেই পারেন।’’

মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন, ‘‘লকডাউনে প্রধান শিক্ষকেরা স্কুলের কাছে থাকা শিক্ষকদের নিয়ে যে ভাবে মিড-ডে মিল বিতরণ করছিলেন সে ভাবেই মার্কশিট দেওয়া ও একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া হতে পারত। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দিয়েছি।’’ এ বিষয়ে পর্ষদ সভাপতিকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। এসএমএস-এর উত্তর দেননি তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Madhyamik 2020 Marksheet Education
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE