গাড়ি কেনার পরে সেটি আঞ্চলিক পরিবহণ দফতরে নথিভুক্ত করানোর জন্য প্রয়োজনীয় কাগজ এবং ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের আকারে দেওয়ার ব্যবস্থা আগেই চালু করেছে রাজ্য সরকার। তারা এই কাজের ভার দিয়েছে একটি বেসরকারি সংস্থাকে। কিন্তু অভিযোগ, গাড়ির মালিকের কাছে ওই স্মার্ট কার্ড পাঠানোর পরেও বিভিন্ন কারণে সেগুলি ডাক বিভাগের কাছ থেকে ফেরত আসছে। কিছু ক্ষেত্রে ঠিকানা এবং অন্য তথ্যগত ভুলের জন্য এই সমস্যা হচ্ছে। তারই সুরাহায় এ বার যে সব কার্ড ডাক বিভাগ ফিরিয়ে দিচ্ছে, সেগুলি আঞ্চলিক পরিবহণ দফতরে জমা দিতে বলা হয়েছে স্মার্ট কার্ডের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থাকে।
পরিবহণ দফতর জানিয়েছে, এমন লাইসেন্স প্রাপকদের একটি তালিকা তৈরি করে প্রথমে তাঁদের ঠিকানা-সহ অন্যান্য নথি খতিয়ে দেখা হবে। এর পরে সংশ্লিষ্ট লাইসেন্স প্রাপকের স্মার্ট কার্ড আঞ্চলিক পরিবহণ অফিস থেকেই তাঁর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা
করা হবে। কিছু ক্ষেত্রে গাড়ি বিক্রেতারাও ওই স্মার্ট কার্ড ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পারবেন। তবে, তার জন্য প্রয়োজনীয় নথি এবং অন্যান্য প্রমাণ সংশ্লিষ্ট সংস্থাকে দাখিল করতে হবে। পাশাপাশি, গাড়ির মালিক লাইসেন্স হাতে পেলেন কিনা, তার প্রমাণ হিসাবে তাঁর স্বাক্ষরও আনতে হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)