দেশের সব মুখ্য নির্বাচনী আধিকারিককে (সিইও) আচমকাই বৈঠকে ডেকে পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার চিঠি পাঠিয়ে কমিশন সব সিইও-কে জানিয়েছে, আজ, বুধবার এবং আগামিকাল বৃহস্পতিবার বৈঠক হবে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনকে (এসআইআর) কেন্দ্র করে। ভোটার তালিকার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সিইও এবং যুগ্ম সিইও-দেরও বৈঠকে সঙ্গে রাখতে হবে। মনে করা হচ্ছে, এসআইআর শুরুর আগে এটাই শেষ প্রস্তুতি বৈঠক।
বিহারে এসআইআর শেষে সে রাজ্য ভোট করাতে ব্যস্ত। ফলে দেশের বাকি রাজ্যগুলিতে এসআইআর শুরু করতে আর বাধা নেই কমিশনের সামনে। এই অবস্থায় প্রস্তাবিত ওই বৈঠক করবেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। থাকবেন বাকি দুই নির্বাচন কমিশনার এবং কমিশনের বাকি আধিকারিকেরা। বিহার-এসআইআরের সঙ্গে দেশের বাকি রাজ্যগুলিতে সেই কাজের পদ্ধতিতে কিছুটা ফারাক থাকারই কথা। আবার পশ্চিমবঙ্গ-সহ দেশের বাকি রাজ্যগুলিতে এসআইআরের প্রশ্নে নতুন কিছু পদ্ধতিগত প্রয়োগ করতে পারে কমিশন। সম্ভবত সেই কারণে এমন বৈঠক ডাকা হয়েছে। যদিও এই বৈঠকের জন্য আলাদা করে কোনও রিপোর্ট সিইও-দের থেকে চায়নি কমিশন। ইতিমধ্যেই যে সব রিপোর্ট তাদের কাছে রয়েছে, তার ভিত্তিতেই বৈঠক হওয়ার কথা।
আগামী বছর পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাডু, কেরল এবং পুদুচেরীতে বিধানসভা ভোট হবে। ফলে এই সব রাজ্যে আগে এসআইআর শেষ করে ফেলার চাপ থাকবে কমিশনের কাছে। সেই দিক থেকে কমিশনের বিশেষ নির্দেশ থাকতে পারে পৃথক ভাবে। বিশ্লেষকদের একাংশের এ-ও ধারণা, এ রাজ্যে এসআইআর প্রস্তুতি ১০০ শতাংশ শেষ, তা নয়। পাশাপাশি, প্রশাসনিক সহযোগিতাও আরও বেশি প্রয়োজন। কোন কোন ক্ষেত্রে তা জরুরি, তা হয়তো জানতে চাইতে পারেন কমিশন-কর্তারা। সে ক্ষেত্রে রাজ্য প্রশাসনকেও প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন তাঁরা। এ রাজ্যে এখন সরকারি ছুটি চলছে। তা শেষ হবে ২৮ অক্টোবর। মনে করা হচ্ছে, তার পরেই আনুষ্ঠানিক ভাবে শুরু হতে পারে এসআইআর। তবে তার আগে, এই বৈঠকের পরেই এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় কি না, তাকে ঘিরেও কৌতূহল রয়েছে সংশ্লিষ্ট মহলে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)