Advertisement
E-Paper

পাশের হার ২% কমলো বৃত্তি শাখায়

বৃত্তিমূলক পাঠ্যক্রমের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার কমে গিয়েছে। সোমবার ওই পরীক্ষার ফল বেরিয়েছে। গত বারের থেকে প্রায় দু’শতাংশ কমে এ বার পাশের হার দাঁড়িয়েছে ৮২.৭৩ শতাংশ। পরীক্ষা দিয়েছিলেন ৩৭,৩৩৮ জন। প্রথম হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার অনির্বাণ হালদার। আজ, মঙ্গলবার রাজ্য বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সংসদের নোডাল সেন্টারে মার্কশিট দেওয়া হবে। পাশের হার কমে গেল কেন?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০১৫ ০৩:২৪

বৃত্তিমূলক পাঠ্যক্রমের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার কমে গিয়েছে। সোমবার ওই পরীক্ষার ফল বেরিয়েছে। গত বারের থেকে প্রায় দু’শতাংশ কমে এ বার পাশের হার দাঁড়িয়েছে ৮২.৭৩ শতাংশ। পরীক্ষা দিয়েছিলেন ৩৭,৩৩৮ জন। প্রথম হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার অনির্বাণ হালদার।

আজ, মঙ্গলবার রাজ্য বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সংসদের নোডাল সেন্টারে মার্কশিট দেওয়া হবে। পাশের হার কমে গেল কেন? সংসদের সভাপতি রুদ্রনীল ঘোষ বলেন, ‘‘এর কারণ খতিয়ে দেখা হবে। এ বার পরীক্ষা কেন্দ্রে নজরদারি বাড়ানো হয়েছিল। হতে পারে সেই জন্য টোকাটুকি বন্ধ হয়ে পাশের হার কিছুটা কমেছে।’’ তিনি জানান, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মতো বৃত্তি শাখার পরীক্ষার কেন্দ্রও এ বার বাইরে করার কথা ভাবছে সংসদ। এ দিন বৃত্তিমূলক শিক্ষা সংসদের একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। সেখানে পাশ করা সব পরীক্ষার্থীর বিবরণ থাকবে।

HS examination vocational course website student
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy