স্ত্রীর মুখে অ্যাসিড ছুড়ে জখম করার ঘটনায় অভিযুক্ত স্বামীকে দোষী সাব্যস্ত করল আলিপুরের সপ্তম ফাস্ট ট্র্যাক আদালত। সোমবার এই রায় দেন বিচারক মণিকুন্তলা রায়। অভিযুক্তের নাম আব্বাস শেখ ওরফে কালো। আজ, মঙ্গলবার তার সাজা ঘোষণা হতে পারে বলে আদালত সূত্রের খবর।
এই মামলার বিশেষ সরকারি আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা বলেন, ‘‘অ্যাসিড হামলা ঘটেছিল ২০২৪ সালের ৬ জুন। পূজালি থানা এলাকার বাসিন্দা আসমিনা বিবি নামে ওই বধূর মুখে অ্যাসিড ঢেলেছিল স্বামী আব্বাস। দু’টি চোখেই দৃষ্টিশক্তি হারান আসমিনা। এখনও গুরুতর জখম অবস্থায় তিনি এক আত্মীয়ের বাড়িতে চিকিৎসাধীন। আব্বাসকে জেল হেফাজতে রেখে মামলার বিচার প্রক্রিয়া চলেছে।’’
আদালত সূত্রের খবর, এক মহিলার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল পেশায় লরিচালক আব্বাসের। যা ধরে ফেলেছিলেন আসমিনা। এর পর থেকেই তাঁর সঙ্গে আব্বাসের অশান্তির সূত্রপাত। ঘটনার দিন আব্বাস লরি নিয়ে বেরিয়েছিল। জানিয়েছিল, সে হলদিয়া যাচ্ছে। রাতে বাড়ি ফিরবে না। বাড়িতে একাই ছিলেন আসমিনা।
গভীর রাতে দরজায় আওয়াজ শুনে জানলা খুলে আসমিনা কে এসেছে দেখতে যান। তখন স্ত্রীর মুখ লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে আব্বাস। আসমিনার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। সেই ফাঁকে পালায় আব্বাস। পড়শিরাই আসমিনাকে হাসপাতালে ভর্তি করেন।
তদন্তে নেমে আব্বাসকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারির মাস দুয়েকের মধ্যে আদালতে চার্জশিট পেশ করেন তদন্তকারী অফিসার। আদালত সূত্রের খবর, এই মামলায় তদন্তকারী অফিসার-সহ আসমিনার পক্ষে সাক্ষ্য দেন ১২ জন। অভিযুক্তের পক্ষে সাক্ষ্য দেন দু’জন। এ দিন বিচারক আব্বাসকে দোষী সাব্যস্ত করে জানান, আসমিনার ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টিও নজরে রাখা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)