ঘূর্ণাবর্তের কারণে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ রাজ্য জুড়ে চলবে ঝড়বৃষ্টি। উত্তরের সব জেলায় এবং দক্ষিণের বেশ কিছু জেলায় জারি করা হয়েছে সতর্কতা। বৃষ্টির কারণে ভ্যাপসা গরম থেকেও মিলতে পারে রেহাই। তবে সেই স্বস্তি সাময়িক। তার পরে আবার বৃদ্ধি পাবে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বাংলাদেশ এবং আশপাশের এলাকার উপর রয়েছে ঘূর্ণাবর্ত। মঙ্গলবার এই ঘূর্ণাবর্ত ছিল পূর্ব বিহারের উপরে। সেখান থেকে সরে এসেছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য জুড়ে চলতে পারে ঝড়বৃষ্টি। বুধবার দক্ষিণের প্রায় সব জেলার বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ঝড়বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায়। এর মধ্যে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। বাকি জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে জেলার কিছু এলাকায়। জেলার সর্বত্র বৃষ্টির সম্ভাবনা নেই।
আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও তার জন্য সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি চললেও ভ্যাপসা গরম থেকে রেহাই মিলছে না। তবে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এই ঝড়বৃষ্টির কারণে আগামী দু’দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার পরে শুক্রবার থেকে তিন দিন আবার তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।
উত্তরবঙ্গে স্বাভাবিক সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছে। হাওয়া অফিসের অনুমান, দক্ষিণবঙ্গে নির্ধারিত সময় ১০ জুনের পরে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। ১২ জুনের পর বর্ষার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই দিন থেকে এগোতে পারে মৌসুমি অক্ষরেখা।
উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেখানে। বৃহস্পতিবার উত্তরের আট জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তার পরে উত্তরের আট জেলায় ঝড়বৃষ্টি চললেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। উত্তরে আগামী পাঁচ দিন তাপমাত্রার হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই।