Advertisement
০২ মে ২০২৪
TMC

রেকর্ড গড়ল ‘দিদির দূত’, এ বার জেলায় জেলায় প্রচারগাড়ি নিয়ে ছুটবে দূতবাহিনী

গত ৪ ফেব্রুয়ারি প্রকাশ হয় ‘দিদির দূত’ অ্যাপ। তৃণমূলের দাবি, গত ৮ দিনে গুগল প্লে স্টোর থেকে ১ লক্ষের বেশি মানুষ ওই অ্যাপ ডাউনলোড করেছেন।

জনসংযোগে ‘দিদির দূত’ তৃণণূলের।

জনসংযোগে ‘দিদির দূত’ তৃণণূলের। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ১২:৫০
Share: Save:

প্রকাশ পাওয়ার কিছু দিনের মধ্যেই ‘রেকর্ড’ গড়ল তৃণমূলের অনলাইন অ্যাপলিকেশন (অ্যাপ) ‘দিদির দূত’। ৮ দিনে ওই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে লক্ষাধিক বার ডাউনলোড করা হয়েছে। এমনটাই দাবি তৃণমূলের তরফে। বিধানসভা নির্বাচনে জনসংযোগের বিষয়টি সামনে রেখে শনিবার ‘দিদির দূত’ নামে একটি প্রচার গাড়িও উদ্বোধন করতে চলেছে তৃণমূল।

গত ৪ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছিল ‘দিদির দূত’ অ্যাপ। তৃণমূলের দাবি, তার পর গত ৮ দিনে গুগল প্লে স্টোর থেকে ১ লক্ষের বেশি মানুষ ওই অ্যাপটি ডাউনলোড করেছেন। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে প্রকাশ পাওয়া ওই অ্যাপটির মাধ্যমে নেটমাধ্যমেও জনসাধারণের আরও কাছে পৌঁছে যাওয়ার কৌশল নিয়েছে জোড়াফুল শিবির। কী রয়েছে ওই অ্যাপটিতে?

• ওই অ্যাপে যে খবরের বিভাগ রয়েছে, তাতে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের হাল হকিকত সম্পর্কে তথ্য রয়েছে।

• ইনফোগ্রাফিকের মাধ্যমে সরকারের বিভিন্ন সামাজিক এবং উন্নয়নমূলক প্রকল্পের সূচক তুলে ধরা হয়েছে।

• তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনসভা-কর্মসূচির ছবি এবং ভিডিয়ো রয়েছে গ্যালারি বিভাগে।

• মমতার লড়াই-আন্দোলন এবং নানা উদ্যোগ সম্পর্কে বিবরণ আছে। রয়েছে তৃণমূলনেত্রীর সংক্ষিপ্ত ভিডিয়োও।

• রাজ্যের উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন তথ্য মিলবে ‘নলেজ সেন্টার’-এ।

• রয়েছে তৃণমূলের নানা কর্মসূচি সম্পর্কে খোঁজখবর।

• ‘দিদির সাথে যুক্ত’, এই বিভাগের মাধ্যমে মতামত এবং পরামর্শ দেওয়া যাবে তৃণমূলনেত্রীকে।

• মমতার জনসভা এবং কর্মসূচির লাইভ দেখতে পাওয়া যাবে।

• ওই অ্যাপের মাধ্যমে জানানো যাবে অভিযোগও।

শনিবার সোনারপুর উত্তর এবং দক্ষিণ বিধানসভায় রোড শো কর্মসূচি রয়েছে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ওই কর্মসূচিতেই জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে ‘দিদির দূত’ নামে একটি প্রচারগাড়ি উদ্বোধন হতে চলেছে বলে দলীয় সূত্রে খবর। রাজ্যের সব জেলায় তৃণমূলনেত্রীর বার্তা বহন করবে ওই ‘দূত’। তৃণমূল সূত্রে খবর, জেলার ‘গুরুত্বপূর্ণ’ নেতারা হয়ে উঠবেন দলনেত্রীর ‘বার্তাবাহক’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mamata banerjee TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE