Advertisement
০৮ মে ২০২৪

বিসর্জনে গোষ্ঠীসংঘর্ষ, ধৃত তৃণমূল কাউন্সিলর

গত রবিবার রাতে বজবজের বালুরঘাটে প্রতিমা নিরঞ্জন উপলক্ষে পুলিশ একটি মঞ্চ তৈরি করেছিল। সেখানে হাজির ছিলেন বজবজ পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত ও স্থানীয় বিধায়ক অশোক দেব।

—প্রতীকী ছবি

—প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৮ ০১:০১
Share: Save:

বিসর্জনের রাতে এক যুবককে মারধর করা এবং গুলি চালানোর অভিযোগে বজবজ পুরসভার এক তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মিঠুন ঠিকাদার। তিনি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী অবশ্য বৃহস্পতিবার বলেন, ‘‘এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। দলের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ থাকলে পুলিশ তদন্ত করবে। অন্যায় করলে প্রশাসন ব্যবস্থা নেবে।’’

গত রবিবার রাতে বজবজের বালুরঘাটে প্রতিমা নিরঞ্জন উপলক্ষে পুলিশ একটি মঞ্চ তৈরি করেছিল। সেখানে হাজির ছিলেন বজবজ পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত ও স্থানীয় বিধায়ক অশোক দেব। সেই মঞ্চ থেকে নেতাদের নাম ঘোষণা নিয়ে গৌতমবাবুর অনুগামীদের সঙ্গে বিরোধ বাধে শ্রীমন্ত বৈদ্য নামে স্থানীয় আরেক নেতার অনুগামীদের। পুলিশ তখনকার মতো পরিস্থিতি সামাল দিলেও পরে ফের গোলমাল হয়। অভিযোগ, ওই গোলমালের খানিক পরে কাউন্সিলর মিঠুন তাঁর দলবল নিয়ে ঘটনাস্থলের থেকে কিছুটা দূরের একটি ক্লাবে গিয়ে চড়াও হন। মিঠুনের সঙ্গীদের মারে এক যুবক আহত হন। সেখানে গুলি চালানোর অভিযোগও উঠেছে।

তারপরই গা ঢাকা দেন মিঠুন। তার জেরে দায়ের করা অভিযোগের ভিত্তিতে বুধবার ওই দলীয় কাউন্সিলর সহ দু’জনকে পুলিশ গ্রেফতার করে। অভিযুক্তদের দু’দিনের পুলিস হেফাজতে পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arrest Violence Councilor TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE