তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে আক্রমণ করতে হাসপাতালের বারান্দা থেকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শোভন চট্টোপাধ্যায়। আর সেটাকেই পাল্টা আক্রমণের অস্ত্র বানালেন কুণাল। তাঁর দাবি, হাসপাতালে থাকলেও বন্দিই আছেন শোভন। এই অবস্থায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা মানে আদালতের নির্দেশ অমান্য করা।
শনিবার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের বারান্দায় এসে বেশ কিছু ক্ষণ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শোভন। এটা নিয়েই প্রশ্ন তুলেছেন কুণাল। তিনি বলেন, ‘‘হাসপাতালে থাকলেও শোভনবাবু বন্দিই। হাই কোর্টের ডিভিশন বেঞ্চ এই সময় সংবামাধ্যমের সঙ্গে কথা বলা যাবে না বলে জানিয়েছে। কিন্তু সেই নির্দেশ লঙ্ঘন করা হয়েছে।’’
শোভন শনিবার বলেন, ‘‘আমি সুস্থ মানুষ। আমাকে অসুস্থ দেখানো হচ্ছে।’’ এই প্রসঙ্গে কুণালের দাবি, তৃণমূলের সুব্রত মুখোপাধ্যায় এবং মদন মিত্র সত্যিই অসুস্থ হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর প্রশ্ন, ‘‘এর মধ্যেই সুস্থ হয়ে যাওয়া শোভন কি জেলে যাওয়ার পরে অসুস্থতার নাটক করেছিলেন?’’