Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Trinamool Congress

TMC: গোঁজ প্রার্থী দিলে চামড়া গুটিয়ে নেব, নেতাদের হুঁশিয়ারি বনগাঁর তৃণমূলের নেত্রীর

রাজনৈতিক মহলের ধারণা, শঙ্কর ও গোপালের দুই গোষ্ঠী ভোটের ময়দানে একে অপরের পাশে দাঁড়াবে না।

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ১৬:২৫
Share: Save:

আসন্ন পুরসভা নির্বাচনে দলের কোনও নেতা টিকিট না পেয়ে ‘গোঁজ প্রার্থী’ দিলে বা নিজে দলের বিরুদ্ধে ভোটে দাঁড়ালে ‘চামড়া গুটিয়ে’ নেওয়ার হুমকি দিলেন তৃণমূলের বনগাঁ লোকসভা আসন এলাকার সভাপতি আলোরানি সরকার। সামনেই রাজ্য জুড়ে পুরসভার নির্বাচন হবে। বনগাঁ পুরসভা রয়েছে এই নির্বাচনের আকর্ষণের কেন্দ্রে। কয়েকদিন আগেই পুরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের শঙ্কর আঢ্যকে। দায়িত্ব দেওয়া হয়েছে গোপাল শেঠকে। তার পর থেকেই রাজনৈতিক মহলের ধারণা, শঙ্কর ও গোপালের দুই গোষ্ঠী ভোটের ময়দানে একে অপরের পাশে দাঁড়াবে না। সে ক্ষেত্রে প্রাক্তন পুর প্রশাসক দলের টিকিট না পেলে নিজের উদ্যোগে দাঁড়িয়ে পড়তে পারেন ভোটে।

সেই প্রশ্ন করা হলে আলোরানি বলেন, ‘‘দলের কোনও সদস্য যদি কোনওরকম গোঁজ প্রার্থী দেওয়ার চেষ্টা করে, তা হলে তাঁদের চামড়া আমি গুটিয়ে নেব। দল ঠিক মতো সিদ্ধান্ত নেবে। গোঁজ প্রার্থী আমরা দিতে দেব না। দল স্বচ্ছ, মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা আছে, এমন মানুষদের ভোটে দাঁড় করাবে। আমরাও তার হয়েই লড়াই করব, তাঁদের জিতিয়ে আনব।’’ এই মন্তব্য নিয়ে পুরসভার প্রাক্তন প্রশাসন শঙ্কর আঢ্যকে ফোন করা হলে তিনি বলেন, ‘‘দলের উচ্চপদে থাকা নেতৃত্বের এই ভাষা হওয়া উচিত নয়। ভাষা সংযত করা দরকার। কে, কার চামড়া গোটাবে, তা ভোটের পর দেখা যাবে।’’

আরও পড়ুন:

এই মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেছেন, ‘‘এ সব তৃণমূলের নিজস্ব বিষয়। তাঁরা কাকে চামড়া গোটাবে, কাকে মারবে, ওদের ঠিক করে নিতে দিন। বনগাঁর মানুষ ভারতীয় জনতা পার্টির হাতে পুরসভা তুলে দেবে। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে মানুষ এখন থেকেই ভয় পাচ্ছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Trinamool Congress Bongao
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE