দু’বছর পর কলকাতায় শহিদ দিবসের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আর সেই সমাবেশে দক্ষিণ কলকাতা তৃণমূল নেতা-কর্মীদের রেকর্ড উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সোমবার দক্ষিণ কলকাতার তেরাপন্থ ভবনে আয়োজিত হয় শহিদ সমাবেশের প্রস্তুতি বৈঠক। সেই বৈঠকে অংশ নেন দক্ষিণ কলকাতা থেকে নির্বাচিত সাংসদ, বিধায়ক ও কাউন্সিলররা। সেই বৈঠকেই নেতা-কর্মীদের রেকর্ড হাজিরার নির্দেশ দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
তিনি বলেন, ‘‘দক্ষিণ কলকাতা জেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের জেলা। এখান থেকেই তাঁর রাজনৈতিক জীবনের সূচনা। তাঁর বহু উত্থানের সাক্ষী এই দক্ষিণ কলকাতা। তাই আমরা চাই, এই দক্ষিণ কলকাতা জেলাই ২১ জুলাইয়ের শহিদ সমাবেশে রেকর্ড উপস্থিতি করুক। তাই এই জেলা থেকে নির্বাচিত সাংসদ, বিধায়ক, কাউন্সিলরদের যেমন দায়িত্ব নিয়ে হাজিরার সংখ্যা বাড়াতে হবে, তেমনই জেলা সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতিদেরও দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নিতে হবে জেলার সর্বস্তরের নেতৃত্বকে।’’