রাজ্যপাল জগদীপ ধনখড়কে ‘ডেঞ্জারাস ম্যান’ বললেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রসূন মঙ্গলবার অভিযোগ করেন, রাজ্যপাল বিজেপি নেতাদের মতো কথা বলেন। তাই তিনি রাজ্যপাল পদ তুলে দেওয়ার জন্য লোকসভায় সরব হবেন।
মঙ্গলবার শিবপুরের জৈন হাসপাতালে প্রসূন তাঁর প্রয়াত দাদা পি কে বন্দোপাধ্যায় ব্যবহৃত একটি শয্যা দান করেন। প্রসূন জানান, ক্রীড়া ব্যক্তিত্বদের জন্যই শয্যাটি সংরক্ষিত থাকবে।
প্রসূন তিনি বলেন, ‘‘সদ্য বিধানসভা নির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করেছে। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও বিষয়ে আলোচনা না করে রাজ্যপাল জাগদীপ ধনখড় প্রতিদিনই রাজ্য সরকারের সমালোচনা করে বিভিন্ন বিষয় টুইট করে চলেছেন। ওঁর উচিত, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কাজ করা। কিন্তু যে ভাবে তিনি কাজ করছেন সেটা বাংলার মানুষকে অপমান করার শামিল। এটা তিনি করতে পারেন না।’’