Advertisement
E-Paper

মতুয়াদের নিয়ে প্রতিবাদে তৃণমূল, হুমকি বিজেপির

মতুয়া মহাসঙ্ঘের উপদেষ্টা কমিটির সদস্য ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মঙ্গলবার বলেন, ‘‘এ রাজ্যের মতুয়ারা কেউ ব্যাঙ্কে চাকরি করছেন, কেউ পোস্ট অফিসে, কেউ সরকারি দফতরে। তা সত্ত্বেও যে ভাবে অসমে তাঁরা বাদ পড়েছেন, তাতে সকলেই খুব চিন্তায় রয়েছেন।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৮ ০৬:৫৬

অসমের নাগরিক পঞ্জিতে মতুয়াদের নাম বাদ পড়ার পরে পশ্চিমবঙ্গের মতুয়াদের নিয়ে নিজেদের মতো করে কৌশল নিচ্ছে তৃণমূল ও বিজেপি। এ রাজ্যের মতুয়াদের বড় অংশের ভোট এখনও তৃণমূলের দিকে। তবে বিজেপি সেই ভোটব্যাঙ্কে ভাগ বসাচ্ছে, তেমন নজিরও মিলছে। এই অবস্থায় অসমের নাগরিক প়ঞ্জির খসড়া তালিকায় মতুয়াদের বাদ যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ রাজ্যেও তৃণমূল ওই সম্প্রদায়কে বিজেপির বিরুদ্ধে পথে নামানোর তৎপরতা শুরু করেছে।

মতুয়া মহাসঙ্ঘের উপদেষ্টা কমিটির সদস্য ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মঙ্গলবার বলেন, ‘‘এ রাজ্যের মতুয়ারা কেউ ব্যাঙ্কে চাকরি করছেন, কেউ পোস্ট অফিসে, কেউ সরকারি দফতরে। তা সত্ত্বেও যে ভাবে অসমে তাঁরা বাদ পড়েছেন, তাতে সকলেই খুব চিন্তায় রয়েছেন।’’

কেন্দ্র বাদ পড়া মানুষদের পাশে দাঁড়ানোর কোনও চেষ্টা করেনি, এই অভিযোগে আজ, বুধবার উত্তর ২৪ পরগনায় মতুয়ারা স্টেশনে স্টেশনে রেল অবরোধ করবেন বলে জ্যোতিপ্রিয়বাবু জানান। এ রাজ্যে মতুয়া মহাসঙ্ঘের প্রধান দফতর ঠাকুরনগরে। তাই আজ বিকেলে উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসকের কাছে গিয়ে স্মারকলিপি দেবেন তাঁরা। তৃণমূল অসমে যে প্রতিনিধি দল পাঠাচ্ছে, তাতে মতুয়া পরিবারের সদস্য ও সাংসদ মমতা ঠাকুরও রয়েছেন।

অন্য দিকে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাল্টা যুক্তি, ‘‘একমাত্র বিজেপিই মতুয়াদের পাশে দাঁড়াচ্ছে। মতুয়ারা এখনই তৃণমূলের আওতা থেকে বেরিয়ে আমাদের কাছে চলে আসুক। সিপিএম, কংগ্রেস, তৃণমূল এখন বড় বড় কথা বলছে, তারা কেন এত দিন মতুয়াদের নাগরিকত্ব দেয়নি?’’ জন্মসূত্রে বাংলাদেশি মতুয়াদের একটি
বড় অংশ দীর্ঘদিন এ রাজ্যে বসবাসের সুবাদে অবশ্য এখন এ রাজ্যেরই নাগরিক, ভোটার।

Matua community TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy