মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে আলোচনা চেয়ে তিনটি নোটিস দিল তৃণমূল। দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনের বক্তব্য, মুদ্রাস্ফীতির জেরে সাধারণ মানুষের ত্রাহি ত্রাহি দশা। পেট্রোল-ডিজেল, ডাল, সবজি-সহ অন্যান্য জিনিসের দাম যে ভাবে বাড়ছে, তাতে মানুষ বিপর্যস্ত। এই পরিস্থিতিতে সংসদে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা না করলে চলে না। যে কারণে রাজ্যসভায় মূল্যবৃদ্ধি নিয়ে মুলতবি প্রস্তাবও আনতে চায় তৃণমূল। ডেরেকের কথায়, ‘‘আমরা সংসদের এই অধিবেশনে মূল্যবৃদ্ধি নিয়ে জোরালো সওয়াল করব। জিএসটি পাশ করাতে কেন্দ্রীয় সরকারকে আমরা পূর্ণ সাহায্য করেছিলাম। এখন মূল্যবৃদ্ধি-সহ দু’-তিনটি বিষয়ে আমরা সরকারের কাছ থেকে জবাব এবং সমাধান চাই।’’ প্রসঙ্গত, সংসদে বিরোধী হিসাবে তৃণমূল মূল্যবৃদ্ধি নিয়ে এই রকম কড়া অবস্থান নিলেও রাজ্যে তাদের ভূমিকা ছিল এর বিপরীত। রাজ্য বিধানসভার সদ্য সমাপ্ত অধিবেশনে বিরোধীরা বার বার মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার দাবি তুলেছিলেন। কিন্তু তাঁদের সেই দাবি খারিজ করে দেওয়া হয়। তার প্রতিবাদে বিরোধী বাম এবং কংগ্রেস ওয়াক আউটও করে।