Advertisement
১১ মে ২০২৪
Chandrima Bhattacharya

TMC Women: পেট্রো-পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহিলা তৃণমূল

রাজ্য জুড়ে জেলায় জেলায় পেট্রল, ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি নিয়েছে তৃণমূল। পাশাপাশি, এআইসিসি-র নির্দেশে আজ, বৃহস্পতিবার কলকাতা-সহ রাজ্য জুড়ে পেট্রো-পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে বিক্ষোভ-প্রতিবাদের ডাক দিয়েছে কংগ্রেস।

তৃণমূূলের মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল।

তৃণমূূলের মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ মার্চ ২০২২ ১০:৩৫
Share: Save:

ছাত্র-যুবদের পরে পেট্রো-পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল তৃণমূলের মহিলা সংগঠন। গোলপার্ক থেকে রাসবিহারী মোড় পর্যন্ত বুধবার তৃণমূল মহিলা কংগ্রেসের মিছিল হল সংগঠনের রাজ্য সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে। চন্দ্রিমা বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী আগেই বলেছেন, উত্তরপ্রদেশ-সহ চার রাজ্যে জয়ের পরে পেট্রো-পণ্যের মূল্যবৃদ্ধি জনগণকে ‘রিটার্ন গিফ্‌ট’ দিয়েছে বিজেপি। ওরা এতটাই নোংরা!” বিজেপি ও বিরোধীদের প্রশ্ন, পেট্রল, ডিজ়েলের মূল্য যখন ক্রমবর্ধমান, তখন রাজ্য সরকার শুল্কে ছাড় দিয়ে মানুষকে স্বস্তি দিচ্ছে না কেন? জবাবে চন্দ্রিমা এ দিন বলেন, ‘‘এটা একটা অদ্ভুত দাবি! দাম বাড়াবে এক জন, আর অন্য কাউকে তা কমাবার দায়িত্ব নিতে হবে! আমরাও তো বলতে পারি, কেন্দ্র কেন সেস ছাড়ছে না?” রাজ্য জুড়ে জেলায় জেলায় পেট্রল, ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি নিয়েছে তৃণমূল। পাশাপাশি, এআইসিসি-র নির্দেশে আজ, বৃহস্পতিবার কলকাতা-সহ রাজ্য জুড়ে পেট্রো-পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে বিক্ষোভ-প্রতিবাদের ডাক দিয়েছে কংগ্রেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chandrima Bhattacharya TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE