তথাগত রায়কে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শনিবার সকালেই এক বিতর্কিত টুইট করেন তথাগত। যে টুইটে তথাগতের দল ছাড়ার জল্পনা ছড়ায় পদ্মশিবিরের অন্দরে। এর প্রেক্ষিতে টুইটে কুণাল লিখেছেন, ‘বাংলার রাজনৈতিক বিনোদন জগতে এ এক অপূরণীয় সাময়িক ক্ষতি। তিনি যে দক্ষতায় দর্শককে হাসাতেন, তাঁর অবদান মানুষ মনে রাখবেন। পাগলা দাশুর নাটকে 'আবার সে এসেছে ফিরিয়া'-র মত সংলাপের অপেক্ষায় থাকব। তবে কামিনী অংশ বাদ দিলেও কাঞ্চন অংশে সিবিআই, ইডির তদন্তের দাবি থাকলই।’
শনিবার সকালে টুইটে তথাগত লেখেন, ‘আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি!’ এর পরই রাজনৈতিক মহলে তথাগতের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা ছড়িয়েছে। শনিবার সকালে তাঁর টুইট ঘিরে এর পর বাংলার রাজনৈতিক মহলে আলোড়ন দেখা দেয়। সংবাদমাধ্যমে এই টুইট নিয়ে প্রশ্ন করা হলে তথাগত বলেন, ‘টুইটে যা লিখেছি, তার বাইরে একটিও কথা বলব না।’ তাঁকে প্রশ্ন করা হয়, তা হলে কি আপনি দল ছাড়ছেন? উত্তরে তথাগত বলেন, ‘আমি টুইটে ‘আপাতত’ শব্দটি লিখেছি। এর থেকে বেশি আর কিছু বলব না।’ ফলে তাঁর পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা রয়েই যায়। তথাগতের প্রতিক্রিয়ার পর কুণালের টুইট তাই যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করা হচ্ছে।