এ বার ‘দুয়ারে দুয়ারে’ বিজেপি-ও।
সরকারি কর্মসূচি ‘দুয়ারে সরকার’কে হাতিয়ার করে যখন দরজায় দরজায় পৌঁছনোর চেষ্টায় রাজ্যের শাসকদল, তখন পাল্টা তৎপরতা বিরোধী শিবিরেও। ‘আর নয় অন্যায়’ কর্মসূচির দ্বিতীয় পর্যায় শুরুর কথা ঘোষণা করে রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ জানালেন, প্রচারপত্র হাতে নিয়ে ১ কোটিরও বেশি নাগরিকের দরজায় পৌঁছবেন তাঁরাও।
‘আর নয় অন্যায়’ এই স্লোগানকে হাতিয়ার করে এর আগেও তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রচারে নেমেছেন বিজেপি নেতারা। ফের ওই একই স্লোগানকে সামনে রেখে বিরোধিতার সুর আরও তীব্র করতে চাইছে বিজেপি। দিলীপ জানিয়েছেন, ‘আর নয় অন্যায়’ স্লোগানকে সামনে রেখে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষকে জাগ্রত করার জন্য আগামী ৫ তারিখ থেকে সমস্ত বুথে প্রচার অভিযান শুরু করবেন বিজেপিকর্মীরা। ১ কোটিরও বেশি বাড়িতে লিফলেট বিতরণ করা হবে। দিলীপের কথায়, ‘‘তৃণমূলের দুর্নীতি বিরুদ্ধে মানুষের দুয়ারে দুয়ারে লিফলেট নিয়ে পৌঁছে যাব। তৃণমূলের বিরুদ্ধে মানুষকে জাগ্রত করার চেষ্টা করব।’’