দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
এসআইআর পর্বে উত্তর ২৪ পরগনার বনগাঁর পর তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় কর্মসূচি হতে চলেছে জেলায়। বুধবার মালদহের গাজোলে জনসভা করবেন মমতা। সংখ্যালঘু অধ্যুষিত মালদহ থেকে মমতা কী বার্তা দেন, সেই খবরে নজর থাকবে।
রাজ্যে প্রাথমিক নিয়োগ মামলার রায় আজ ঘোষণা করবে কলকাতা হাই কোর্ট। দুপুর ২টোয় হবে রায় ঘোষণা। প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিলেন হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ আজ এই মামলার রায় ঘোষণা করবে।
আজ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় এক দিনের ম্যাচ। রাঁচীতে প্রথম ম্যাচে শতরান করে ভারতকে জিতিয়েছেন বিরাট কোহলি। অর্ধশতরান করেছেন রোহিত শর্মা। এই দু’জনের জন্যই তিন ম্যাচের সিরিজ়ে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। আজ রায়পুরে জিতলেই সিরিজ় জিতে যাবে তারা। খেলা শুরু দুপুর ১:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আজ অধিবেশনের তৃতীয় দিন। মঙ্গলবার এসআইআর সংক্রান্ত বিষয়ে দফায় দফায় হট্টগোল হয়েছে সংসদে। যার জেরে বার বার মুলতুবি হয়েছে সংসদের উভয় কক্ষের অধিবেশন। আজ সকালে সংসদে বিরোধী শিবিরের একটি বৈঠকও হওয়ার কথা। অধিবেশনের তৃতীয় দিনের কেমন থাকে সংসদের উভয় কক্ষের পরিস্থিতি, সে দিকে নজর থাকবে আজ।
কলকাতার বহুতল আবাসনের বাসিন্দাদের নিয়ে বৈঠকে বসছেন মেয়র ফিরহাদ হাকিম। আজ দুপুরে তিনি এই বৈঠক করবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। শহরের বহুতলের বাসিন্দাদের সুযোগসুবিধা বা অসুবিধার কথা জানতেই মেয়র উদ্যোগী হয়েছেন বলে কলকাতা পুরসভা সূত্রে জানানো হয়েছে। তবে রাজনৈতিক মহলের মতে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কলকাতা-সহ শহরতলি এলাকার বহুতলের বাসিন্দাদের ভোট চলে গিয়েছিল বিজেপির ঝুলিতে। সেই ভোট ব্যাঙ্ক বিধানসভা নির্বাচনে নিজেদের দখলে আনতে উদ্যোগী বাংলার শাসকদল। আজ এই খবরে নজর থাকবে।
আজ কাটতে পারে আইএসএল জট। উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। সব ক্লাবগুলিকে নিয়ে আজ বৈঠকে বসার কথা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর। বৈঠকে থাকবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনও। ভারতের ফুটবলপ্রেমী মানুষ তাকিয়ে এই বৈঠকের দিকে। ক্লাবগুলিরও আশা, এই বৈঠকের পরে আইএসএল শুরু করতে আর বাধা থাকবে না। থাকবে সব খবর।
আজ থেকে ফের নামবে পারদ। এমনকি, সপ্তাহান্তে ৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বাংলার তাপমাত্রা। দক্ষিণবঙ্গে দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদপতন হতে পারে। এমনকি, চলতি সপ্তাহের শেষেই কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। উত্তরে আপাতত তাপমাত্রায় খুব বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই। বঙ্গের কোথাও বৃষ্টিরও সম্ভাবনা নেই। সর্বত্র আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া।
বাংলাদেশে বেআইনিভাবে পাঠানো সোনালি খাতুন-সহ ছয় ভারতীয় নাগরিককে দেশে ফেরানোর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ দিন আজ। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। আদলত আগেই তাঁদের প্রত্যাবর্তনের নির্দেশ দিয়েছিল আদালত। ইতিমধ্যেই বাংলাদেশের আদালত ছ’জনকেই জামিন দিয়েছে। তাঁরা বর্তমানে নিরাপদ হেফাজতে আছেন। এ বার দ্রুত তাঁদের ভারতে ফিরিয়ে আনার পালা। আজ এই খবরে নজর থাকবে।