Advertisement
E-Paper

ডিএ মামলার ফের শুনানি সুপ্রিম কোর্টে। হাসিনা পতনের বছরপার। সিরাজ-শুভমনদের খবর। আর কী

রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। পূর্ব নির্দেশ মতো রাজ্য বকেয়া ডিএর ২৫ শতাংশ না-দেওয়ায় সোমবার প্রশ্ন করেছিল শীর্ষ আদালত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ০৭:৫৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। পূর্বনির্দেশ মতো রাজ্য বকেয়া ডিএ-র ২৫ শতাংশ না-দেওয়ায় সোমবার প্রশ্ন করেছিল শীর্ষ আদালত। এই মামলার পুরো শুনানি করা হবে বলে জানিয়েছে আদালত। আজ সব পক্ষকে প্রস্তুত হয়ে যেতে বলেছে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চ। এই অবস্থায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্ট কী জানায়, আজ সে দিকে নজর থাকবে।

গত বছরের ৫ অগস্ট বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন হয়। তার পরে ভারতে চলে আসেন তিনি এবং এখানেই সাময়িক আশ্রয় নেন হাসিনা। হাসিনা সরকারের পতনের পর এক বছর অতিক্রান্ত হচ্ছে মঙ্গলবার। আজ বিকেলে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করার কথা রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। ঘটনাচক্রে সোমবারই হাসিনার প্রসঙ্গে ফের মন্তব্য করেছে ইউনূস প্রশাসন। বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের দাবি, হাসিনাকে ফেরানোর বিষয়ে তারা ইতিবাচক উত্তর পাননি ভারতের কাছ থেকে। এই অবস্থায় আজ বাংলাদেশের ঘটনাপরম্পরার দিকে নজর থাকবে।

ইংল্যান্ডের মাটিতে সিরিজ় ড্র করে ফিরছে ভারত। নাটকীয় সিরিজ়ে প্রতি মুহূর্তে দুই দলই বার বার উত্থান-পতন দেখেছে। শুভমন গিল, মহম্মদ সিরাজ, বেন স্টোকস, জো রুটরা একাধিক রেকর্ড ভেঙেছেন এই সিরিজ়ে। পাঁচটি টেস্টেরই ফয়সালা হয়েছে শেষ দিন। শুধু ম্যাঞ্চেস্টার টেস্ট ড্র হয়েছে। টান টান উত্তেজনায় ভরা সিরিজ় শেষে দুই দলের সব খবর।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র আবহে আজ দলের সর্ব স্তরের নেতা, জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সমস্ত সাংগঠনিক জেলার সভাপতি, সাংসদ, বিধায়ক, পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, পুরসভাগুলির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সমস্ত সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতিদের ওই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। পাশাপাশি, দলের শাখা সংগঠনগুলির সভাপতি, মূল দলের রাজ্য কমিটির সকল সদস্য এবং কলকাতা কর্পোরেশনের সমস্ত কাউন্সিলরকেও থাকতে বলা হয়েছে বৈঠকে। বীরভূম এবং উত্তর কলকাতার ক্ষেত্রে কোর কমিটির সমস্ত সদস্যকেও ডাকা হয়েছে বৈঠকে। ক্যামাক স্ট্রিটের হিসাব, ৪ হাজারেরও বেশি নেতা যোগ দেবেন আজকের বৈঠকে। এই বৈঠক থেকে দলকে কী নির্দেশ দেন অভিষেক, সেই খবরে নজর থাকবে।

আজ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাতেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।

News of the Day DA Case Abhishek Banerjee Weather Today India vs England 2025 Sheikh Hasina
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy