দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
রাজ্যে এসআইআরের তৃতীয় দিন। বুধবার বিকেল ৫টা পর্যন্ত ৮৪ লক্ষ এনুমারেশন ফর্ম বিতরণ করেছেন বিএলও-রা। আজ তৃতীয় দিনে উত্তরবঙ্গের জেলায় ঘুরবে নির্বাচন কমিশনের প্রতিনিধিদল। এসআইআর খতিয়ে দেখতে দিল্লি থেকে ওই দল এসেছে রাজ্যে। প্রতিনিধি দলে রয়েছেন ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল এবং প্রিন্সিপাল সেক্রেটারি এসবি জোশি। শুক্রবার পর্যন্ত তাঁরা রাজ্যে থাকবেন। উত্তরবঙ্গের তিন জেলা কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে এসআইআর পর্যালোচনা করবে কমিশনের প্রতিনিধি দল। আজ নজর থাকবে এসআইআর সংক্রান্ত খবরের দিকে।
আজ ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। যারাই জিতবে তারা পাঁচ ম্যাচের সিরিজ়ে এগিয়ে যাবে। শুধু তাই নয়, তাদের আর সিরিজ় হারের সম্ভাবনা থাকবে না। আপাতত সিরিজ়ের ফল ১-১। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে, তৃতীয় ম্যাচে ভারত জিতেছে। আজ গোল্ড কোস্টে সূর্যকুমার যাদবের ভারতের সঙ্গে মিচেল মার্শের অস্ট্রেলিয়ার খেলা শুরু দুপুর ১:৪৫ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
বিশ্বকাপ জেতার পর ভারতের মহিলা ক্রিকেট দল বুধবার দেখা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। আজ হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার কথা। থাকবেন বাংলার রিচা ঘোষও। ভারতের বিশ্বজয়ী মহিলা ক্রিকেট দলের সব খবর।
আজ থেকে শুরু হচ্ছে ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ দলের দ্বিতীয় টেস্ট। চার দিনের এই ম্যাচ বেঙ্গালুরুতে। এই ম্যাচেও দলকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে তাঁর ৯০ রান দলকে জিতিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ়ে ঢোকার লড়াইয়ে থাকা আকাশদীপ, অভিমন্যু ঈশ্বরণ, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, প্রসিদ্ধ কৃষ্ণরা এই ম্যাচে খেলবেন। খেলা শুরু সকাল ৯:৩০ থেকে।
বঙ্গোপসাগরের উপর থেকে নিম্নচাপ অঞ্চল সরে যাচ্ছে। শক্তি হারাচ্ছে। ফলে রাজ্যের কোথাও আগামী কয়েক দিনে আর তেমন বৃষ্টি হবে না। বরং এ বার জমাট হবে ঠান্ডার আমেজ। ইতিমধ্যে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচে নেমে গিয়েছে। আগামী পাঁচ দিন আবহাওয়া একই রকম থাকবে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
মঙ্গলবার থেকে শুরু হয়েছে আইসিসি-র বৈঠক। দুবাইয়ের এই বৈঠকে প্রথম দিনই উঠেছে এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের তিনটি ম্যাচে হওয়া বিতর্ক। নির্বাসনের শাস্তি হয়েছে পাকিস্তানের হ্যারিস রউফের। জরিমানা দিতে হবে সূর্যকুমার যাদব এবং জসপ্রীত বুমরাহকে। আজ বৈঠকের তৃতীয় দিন। এশিয়া কাপের ট্রফি বিতর্ক নিয়ে কি কোনও সিদ্ধান্ত হবে? থাকছে সব খবর।