Advertisement
E-Paper

ধস পরিস্থিতি দেখতে মুখ্যমন্ত্রী মমতা যাচ্ছেন উত্তরবঙ্গে, বন্যা পরিস্থিতি পাহাড় লাগোয়া সমতলে, আজও ঝড়বৃষ্টি, আর কী

প্রায় ১২ ঘণ্টার টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড়। কোথাও ধসে ঘরবাড়ি, সেতু ভেঙে পড়েছে। কোথাও ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট। পুজো মিটতে না-মিটতেই এই বিপর্যয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিরিক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ০৭:৫১

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

প্রায় ১২ ঘণ্টার টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড়। কোথাও ধসে ঘরবাড়ি, সেতু ভেঙে পড়েছে। কোথাও ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট। পুজো মিটতে না-মিটতেই এই বিপর্যয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিরিক। ফুঁসছে তিস্তা। ক্ষতিগ্রস্ত কালিম্পংও। পুজোর সময় পাহাড়ে ঘুরতে যাওয়া বহু পর্যটকই সেখানে আটকে পড়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

উত্তরবঙ্গের দুর্যোগপূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গতকাল কার্নিভালে যোগদানের আগে নবান্ন থেকে এ কথা জানানো হয়েছে। দুপুরের মধ্যেই তিনি শিলিগুড়ি পৌঁছে যাবেন । সেখান থেকেই দুর্গত এলাকায় পৌঁছোবেন মুখ্যমন্ত্রী । তার সঙ্গে যাচ্ছেন মুখ‍্যসচিব মনোজ পন্থ । তবে মুখ্যমন্ত্রী সেখানে কতদিন থাকবেন তা জানানো হয়নি ।

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। দার্জিলিঙে ধসে অন্তত ২০জনের মৃত্যুর খবর মিলেছে। শুধু পার্বত্য এলাকাই নয়, বিপর্যস্ত ডুয়ার্সে বিস্তীর্ণ এলাকাও। তিস্তা, তোর্সা, মহানন্দা, জলঢাকা-সহ উত্তরের বিভিন্ন নদীগুলি ফুঁসছে। জলমগ্ন হয়ে পড়েছে বহু এলাকা। সেখান থেকে এলাকাবাসীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, আজও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আট জেলায়। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। তবে জেলার সব জায়গায় ঝড়বৃষ্টি হবে না। উত্তরের আট জেলার মধ্যে সোমবার আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। ওই দিন একমাত্র দক্ষিণ দিনাজপুর, মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১১-০ থেকে ১২-০ করে ফেলল ভারত। মহিলাদের এক দিনের ক্রিকেটে এখনও ভারতের বিরুদ্ধে জিততে পারল না পাকিস্তান। রবিবার বিশ্বকাপের ম্যাচে হরমনপ্রীত কৌরের ভারত হারিয়ে দেয় পাকিস্তানকে। পর পর দু’টি ম্যাচে জিতে বিশ্বকাপ শুরু করল ভারত। পাকিস্তান প্রথম দু’টি ম্যাচেই হারল। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের সব খবর।

ওয়েস্ট ইন্ডিজ়কে প্রথম টেস্টে ইনিংস ও ১৪০ রানে উড়িয়ে দিয়েছে ভারত। শুভমন গিলের ভারতের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ়। মাত্র আড়াই দিনে ম্যাচ জিতে নিয়েছে ভারত। পরের টেস্ট দিল্লিতে শুক্রবার থেকে। কী ভাবে তৈরি হচ্ছে ভারত? সব খবর।

মহিলাদের বিশ্বকাপে আজ নিউ জ়িল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। দু’টি দলই প্রথম ম্যাচে হেরে দ্বিতীয় ম্যাচে নামছে। নিউ জ়িল্যান্ড হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। দক্ষিণ আফ্রিকা মাত্র ৬৯ রানে অল আউট হয়ে গিয়ে হেরেছে ইংল্যান্ডের কাছে। আজ দুই দল মুখোমুখি। খেলা বিকেল ৩টে থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

News of the Day Natural Disaster North Bengal Weather Mamata Banerjee India vs Pakistan Women Cricket India Vs West Indies test cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy