দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
বৃষ্টি কমলেও এখনও উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগের ক্ষতচিহ্ন। বিশেষত দার্জিলিং, কালিম্পঙের ছবি এখনও উদ্বেগজনক। চলছে উদ্ধারকাজ। একই সঙ্গে ধসে যাওয়া বিভিন্ন রাস্তার মেরামতির কাজও চলছে। হচ্ছে ভাঙা সেতুর মেরামতি। পাহাড়ের সঙ্গে সরাসরি যোগাযোগের রাস্তাগুলি মঙ্গলবারও বন্ধ ছিল। ঘুরপথে যাতায়াত হচ্ছে। মঙ্গলবার দুধিয়ার পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের সাহায্যের ব্যবস্থাও করেন তিনি। অন্য দিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও মিরিকের পরিস্থিতি খতিয়ে দেখেন। মঙ্গলবার মমতা এবং কিরেন— দু’জনেই রাতে ছিলেন উত্তরবঙ্গে। আজ তাঁদের ফেরার কথা। নজর থাকবে উত্তরবঙ্গের দুর্যোগ সংক্রান্ত যাবতীয় খবরে।
আজ উত্তরবঙ্গের আট জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিক্ষিপ্ত ভাবে। জেলার সব জায়গায় হবে না। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার— এই তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আজ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জেলার সব জায়গায় হবে না। হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় বৃষ্টির পাশাপাশি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতি চলছে। চলতি মাসেই ওই সমীক্ষার কাজ শুরু করতে পারে নির্বাচন কমিশন। তার আগে আজ রাজ্য সফরে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। কমিশন সূত্রে খবর, রাজ্যে এসআইআরের প্রস্তুতি কত দূর তা খতিয়ে দেখবেন ওই আধিকারিক। প্রয়োজনে কিছু প্রশিক্ষণও দেবেন ডেপুটি নির্বাচন কমিশনার। আজ জ্ঞানেশের বৈঠক করার কথা সব জেলার ডিইও তথা জেলাশাসকের সঙ্গে। সকাল ১০টা নাগাদ ওই বৈঠক শুরু হবে। যদিও বন্যা পরিস্থিতির কারণে ওই বৈঠক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে উত্তরবঙ্গের আধিকারিকদের। পরবর্তী কালে তাঁদের সঙ্গে আবার বৈঠক করার কথা জানিয়েছে কমিশন। এই অবস্থায় আজ ডেপুটি কমিশনারের বৈঠকে কী হয় সে দিকে নজর থাকবে।
চলতি বছরে রসায়নশাস্ত্রে নোবেলজয়ীদের নাম ঘোষণা হবে আজ। ইতিমধ্যে চিকিৎসাশাস্ত্র এবং পদার্থবিদ্যায় নোবেলজয়ীদের নাম ঘোষণা হয়ে গিয়েছে। চিকিৎসাশাস্ত্রে নোবেল পেয়েছেন তিন গবেষক ম্যারি ই ব্রুঙ্কো, ফ্রেড র্যাম্সডেল এবং শিমন সাকাগুচি। পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারের জন্য যৌথ ভাবে মনোনীত হয়েছেন তিন বিজ্ঞানী— জন ক্লার্ক, মিশেল এইচ ডেভোরেট এবং জন এম মার্টিনিস। রসায়নে নোবেলজয়ী কারা হন, সে দিকে নজর থাকবে আজ।
দু’দিনের সফরে আজ ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এই প্রথম বার ভারতে আসছেন তিনি। আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যচুক্তি এখনও ঝুলেই রয়েছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে কূটনৈতিক টানাপড়েন চলছে দিল্লির। এই চাপানউতরের মাঝেই সম্প্রতি ভারত এবং ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।
ডিভিসি এবং রাজ্য— দ্বৈরথের মধ্যে মঙ্গলবার জল ছাড়ার পরিমাণ অনেকটাই কমিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। মঙ্গলবার ৩৫ হাজার কিউসেক জল ছাড়া শুরু করে তারা। মাইথন জলাধার থেকে ১২ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে ২৩ হাজার কিউসেক জল ছাড়া হয়। তবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাইথনে ডিভিসির মুখ্য কার্যালয়ে গিয়ে ডেপুটেশন জমা দেয় তৃণমূল। মলয় ঘটকদের বিক্ষোভ এবং অভিযোগ নিয়ে ডিভিসি জানিয়েছে, বাঁধ ড্রেজ়িংয়ের জন্য কেন্দ্রের তরফে পলিসি তৈরি হচ্ছে। একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু ড্রেজ়িং না-করার জন্য বন্যা হয়নি। এই চাপানউতরের মধ্যে আজ কত জল ছাড়বে ডিভিসি, কোন দিকে মোড় নেবে বিতর্ক, নজর থাকবে সে দিকে।
আজ থেকে শুরু হচ্ছে আইএফএ শিল্ড। দু’বছর পর আবার হচ্ছে শিল্ড। প্রথম দিনই নামছে ইস্টবেঙ্গল। কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের সামনে প্রথম ম্যাচে হায়দরাবাদের শ্রীনিধি ডেকান। কল্যাণী স্টেডিয়ামে খেলা শুরু বিকেল ৩টে থেকে।
শুরু হয়ে গিয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার ছোটদের টেস্ট। দ্বিতীয় টেস্টে প্রথম দিনই পড়েছে ১৭টি উইকেট। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের প্রথম ইনিংস ১৩৫ রানে শেষ হয়ে যাওয়ার পর ভারত দিনের শেষে ৭ উইকেটে ১৪৪ রান তুলেছে। চার দিনের টেস্টে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু ভোর ৫:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটে আজ আবার নামছে পাকিস্তান। বিপক্ষে শক্তিশালী অস্ট্রেলিয়া। প্রথম দু’টি ম্যাচে হেরে পাকিস্তান চাপে। আজ জিততে না পারলে আরও কোণঠাসা হবে তারা। অন্য দিকে অস্ট্রেলিয়া আজ জিতলে পয়েন্ট তালিকায় শীর্ষে চলে আসবে। অস্ট্রেলিয়ারও এটি তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডকে হারানোর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। আজ খেলা শুরু বিকেল ৩টেয়। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আগরতলার বনমালীপুরে ত্রিপুরা তৃণমূলের রাজ্য কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে বুধবার আগরতলায় প্রতিনিধিদল পাঠাচ্ছে তৃণমূল। সাংসদ, মন্ত্রী মিলিয়ে মোট ছ’জনের দল পাঠাচ্ছে তৃণমূল। সেই দলে থাকবেন জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, যাদবপুরের সাংসদ তথা যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ, মন্ত্রী বিরবাহা হাঁসদা, কুণাল ঘোষ এবং টিএমসিপি নেতা সুদীপ রাহা। এই খবরে নজর থাকবে।