Advertisement
E-Paper

চাকরি বাতিল: স্কুলগুলির কেমন অবস্থা, কোন পথে চাকরিহারারা। লড়াইয়ে গুজরাত ও রাজস্থান। আর কী

মঙ্গলবার চাকরিহারাদের কেউ কেউ স্কুলে গেলেও অনেকেই স্কুলে যাননি। কেউ আবার স্কুলে গেলেও শ্রেণিকক্ষে প্রবেশ করেননি। স্বল্প ক্ষণ স্কুলে কাটিয়ে ফিরে গিয়েছেন বাড়িতে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ০৭:৫৭

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

২৬ হাজার চাকরি বাতিল: স্কুলগুলির কেমন অবস্থা, কোন পথে চাকরিহারারা

সুপ্রিম কোর্টের রায়ের পর দিশাহারা অবস্থা চাকরিহারা শিক্ষকশিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, তিনি যোগ্যদের পাশে থাকবেন। চাকরিহারাদের স্কুলে যাওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। তবে তাঁর মৌখিক আশ্বাসে খুব একটা ভরসা রাখতে পারছেন না চাকরিহারা শিক্ষকশিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। মঙ্গলবার চাকরিহারাদের কেউ কেউ স্কুলে গেলেও অনেকেই স্কুলে যাননি। কেউ আবার স্কুলে গেলেও শ্রেণিকক্ষে প্রবেশ করেননি। স্বল্প ক্ষণ স্কুলে কাটিয়ে ফিরে গিয়েছেন বাড়িতে। মুখ্যমন্ত্রী স্কুলে যাওয়ার পরামর্শ দিলেও তাঁরা বেতন আগের মতোই পাবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে অনেকের মনে। তাঁরা স্কুলে ফিরতে রাজি, তবে স্বেচ্ছাশ্রম দিতে নয়। এই অবস্থায় চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষাকর্মী পরবর্তী কী সিদ্ধান্ত নেন, সে দিকে নজর থাকবে আজ। অন্য দিকে, চাকরি বাতিলের জন্য বিজেপি এবং সিপিএমকে দুষছে তৃণমূল কংগ্রেস। বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে আজ রাজ্যের শাসকদলের ছাত্র ও যুব শাখা প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে। দুপুর ৩টেয় কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত ওই মিছিল হবে।

ডোনাল্ড ট্রাম্পের নয়া শুল্কনীতি পরবর্তী বিশ্বজোড়া পরিস্থিতি

মার্কিন শুল্কনীতির জেরে গত কয়েক দিনে গোটা বিশ্বের শেয়ার বাজার কম-বেশি প্রভাবিত হয়েছে। অস্থিরতা তৈরি হয়েছে বিশ্ব বাণিজ্যে। এরই মধ্যে চিনের সঙ্গে আমেরিকার শুল্কযুদ্ধে নতুন মাত্রা যুক্ত হয়েছে। চিনা পণ্যের উপর আমেরিকা ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানোর পরে চিনও পাল্টা মার্কিন পণ্যের উপর ৩৪ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করে। ওই পাল্টা শুল্ক প্রত্যাহার না-হলে আজ চিনের উপর আরও ৫০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তাতে চিনকে দমানো যায়নি। পাল্টা হুমকির সুরে বেজিংও জানিয়েছে, ভুলের উপর ভুল করছে আমেরিকা। অন্য দিকে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি মার্কিন পণ্যে পাল্টা শুল্ক চাপানোর কথা ভেবেও আপাতত পিছু হটেছে। আমেরিকার সঙ্গে আলোচনা চাইছে তারা। ট্রাম্পের নয়া শুল্কনীতি পরবর্তী পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে বাণিজ্য সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে ভারতেও। পিটিআই সূত্রে খবর, আজ দেশীয় রফতানিকারক সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসতে পারেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। যদিও আমেরিকার উপর পাল্টা কোনও শুল্ক চাপানোর চিন্তাভাবনা এখনও নেই ভারতের।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম

আইপিএলে শুভমন বনাম সঞ্জু, লড়াইয়ে গুজরাত ও রাজস্থান

আইপিএলে আজ একটিই খেলা। মুখোমুখি গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস। দু’টি দলই জয়ের মধ্যে রয়েছে। শুভমন গিলের গুজরাতের চার ম্যাচে ৬ পয়েন্ট। পর পর তিনটি ম্যাচ জিতেছে তারা। সঞ্জু স্যামসনের রাজস্থানের চার ম্যাচে ৪ পয়েন্ট। তারা শেষ দু’টি ম্যাচ জিতেছে। আজ অহমদাবাদে খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

রাজ্যপাল বনাম মুখ্যমন্ত্রীর মামলার শুনানি হাই কোর্টে

বিতর্কিত কিছু মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মানহানির মামলা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত শুনানিতে আদালত জানায়, রাজ্য প্রশাসনের দুই প্রধান রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী আদালতে লড়াই করছেন এই দৃষ্টান্ত কারও জন্যই সুখকর নয়। বিচারপতি কৃষ্ণা রাওয়ের পরামর্শ ছিল, আদালতে লড়াই না-করে দু’পক্ষ ‘চায়ে পে চর্চা’য় বিষয়টি মিটিয়ে নিক। বিচারপতির ওই পরামর্শ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রীর আইনজীবীরা। আদালতের ওই পরামর্শ মতো দু’পক্ষ কী পদক্ষেপ করেছে তা আজ দেখার।

সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি, পূর্বাভাস রয়েছে উত্তরেও

আলিপুর আবহাওয়া দফতর বলছে, আজ থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের সব জেলায়। উত্তর এবং পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতাও জারি করা হয়েছে। সপ্তাহান্তে বৃদ্ধি পেতে পারে বৃষ্টি। তার জেরে উত্তরবঙ্গে তাপমাত্রা কমলেও দক্ষিণে তার কোনও সম্ভাবনা নেই।

News of the Day Bengal SSC Recruitment Verdict US Tariff War IPL Match Mamata Banerjee CV Ananda Bose Alipore Weather Office
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy