Advertisement
E-Paper

আইপ্যাক: কলকাতায় মমতার প্রতিবাদ মিছিল। তৃণমূলের মামলার শুনানি। তাহেরপুর-বনগাঁয় অভিষেক। আর কী

আইপ‍্যাক-কর্তার বাড়ি ও অফিসে ইডির হানার প্রতিবাদে পথে নামছে তৃণমূল। দুপুর ২টো থেকে যাদবপুর-৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ০৭:৫৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আইপ‍্যাক-কর্তা প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির হানার প্রতিবাদে পথে নামছে তৃণমূল। আজ দুপুর ২টো থেকে যাদবপুর-৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিনভর ইডির হানা নিয়ে সরব থেকেছেন তিনি। সেই ঘটনাকে কেন্দ্র করেই এই প্রতিবাদ মিছিল।

বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে তদন্ত অভিযানে যায় ইডি। ওই ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছে তৃণমূল। তাদের বক্তব্য, ইডির ওই তল্লাশি অভিযান বেআইনি। তৃণমূলের হয়ে পরামর্শ দেওয়ার কাজ করে আইপ্যাক। ভোটের আগে তৃণমূলের কৌশল জানতেই বিজেপির নির্দেশে এমন কাজ করতে পারে ইডি। তৃণমূল মামলায় ইডি এবং আইপ্যাককে যুক্ত করেছে। আজ বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ওই মামলাটির শুনানি রয়েছে। আদালত কী জানায় সে দিকে নজর থাকবে।

বৃহস্পতিবার মালদহের পর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড়া কর্মসূচি রয়েছে। প্রথমে তিনি যাবেন নদিয়ার রানাঘাটে। সেখানে তাঁর জনসভা রয়েছে। তার পর তিনি 'এসআইআর আতঙ্কে মৃত' ১০ জনের পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন। রানাঘাটের কর্মসূচি শেষ করে অভিষেক চলে যাবেন উত্তর ২৪ পরগনার বনগাঁয়। মতুয়া ঠাকুরবাড়িতে যাওয়ার কথা তাঁর। দিনভর অভিষেকের কর্মসূচিতে নজর থাকবে।

ভেনেজ়ুয়েলায় মার্কিন হানায় অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। এমনটাই জানিয়েছে সে দেশের অন্তর্বর্তী প্রশাসন। কিউবাও জানিয়েছে ওই হামলায় তাদের সেনা এবং গুপ্তচর সংস্থার ৩২ জনের মৃত্যু হয়েছে। ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পরে এ বির ট্রাম্প চাইছেন, খনিজ তেলের নীতি বদলাক দক্ষিণ আমেরিকার এই দেশটি। তা নিয়ে সে দেশের অন্তবর্তী প্রশাসনকে চাপও দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। ভেনেজ়ুয়েলাকে কেন্দ্র করে ঘটনা পরম্পরা কোন পথে এগোয়, সে দিকে নজর থাকবে আজ।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, দক্ষিণে এই ঠান্ডা থাকবে আরও দু’দিন। তার পর তাপমাত্রা কিছুটা বাড়বে। উত্তরে সেই সম্ভাবনা নেই আপাতত। তবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র থাকবে ঘন কুয়াশা। দৃশ্যমানতা নামতে পারে ২০০ মিটারে। উত্তরের কয়েক জেলায় দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারে। সেখানে সতর্কতা জারি করা হয়েছে। তবে রাজ্যে আপাতত কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আজ শুরু হচ্ছে মেয়েদের আইপিএল। শুরুতেই লড়াই হরমনপ্রীত কৌরের সঙ্গে স্মৃতি মন্ধানার। ভারত এক দিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এটিই প্রথম আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি হরমনপ্রীতের মুম্বই ইন্ডিয়ান্স এবং স্মৃতির দিল্লি ক্যাপিটালস। গত বারের চ্যাম্পিয়ন মুম্বই কি জিতে শুরু করতে পারবে? খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

বিজেপির সর্বভারতীয় সভাপতি, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, আজ রাজ্যে একাধিক সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি নিউটাউনের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসারর ইনস্টিটিউট পরিদর্শন করবেন। এর পর বিকেল ৪টেয় তিনি বিভিন্ন উদ্বোধনী কর্মসূচিতে অংশগ্রহণ করবেন কল্যাণী এমসে।

News of the Day Mamata Banerjee IPAC ED Abhishek Banerjee US Venezuela Crisis Weather Update Women IPL JP Nadda
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy