Advertisement
E-Paper

বিধানসভায় শুরু বাদল অধিবেশন, রুশ আগ্রাসনে কী অবস্থা ইউক্রেনের, হাওড়ায় মা-ছেলের পর্ন ব্যবসা, আর কী কী নজরে

আজ থেকে শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন। প্রথম দিন শোকপ্রস্তাবের পর অধিবেশন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অধিবেশন মুলতুবি করে দেবেন। আগামিকাল পূর্ণাঙ্গ অধিবেশন বসবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ০৭:৫৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আজ শুরু বিধানসভার বাদল অধিবেশন

আজ থেকে শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন। প্রথম দিন শোকপ্রস্তাবের পর অধিবেশন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অধিবেশন মুলতুবি করে দেবেন। আগামিকাল পূর্ণাঙ্গ অধিবেশন বসবে। ওই দিন ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনবেন স্পিকার। সেই প্রস্তাব নিয়ে আলোচনা হবে অধিবেশনে। সেই আলোচনায় অংশ নেওয়ার কথা তৃণমূল ও বিজেপি বিধায়কদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই আলোচনায় অংশ নিতে পারেন।

মা-ছেলের পর্ন ভিডিয়োর ব্যবসা! হাওড়াকাণ্ডে শোরগোল রাজ্যে

কাজ দেওয়ার নাম করে সোদপুরের তরুণীকে হাওড়ার ডোমজুড়ে পাঁচ মাস ধরে আটকে রাখার অভিযোগ। শারীরিক এবং মানসিক ভাবে অত্যাচারিত তরুণী কোনও রকমে সেখান থেকে পালিয়ে এসেছেন। তার পরেই হইচই। অভিযোগ, ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ দেওয়ার নাম করে দেহব্যবসায় নামানো হচ্ছিল তরুণীকে। উঠেছে পর্ন ভিডিয়োর ব্যবসার অভিযোগ। অভিযুক্ত মা-ছেলের খোঁজ পায়নি পুলিশ। সোমবার ঘটনাপ্রবাহের দিকে নজর থাকবে।

আগ্রাসন বাড়াচ্ছে রাশিয়া, ইউক্রেনের নিপ্রো শহরের কাছে পুতিন-বাহিনী

ইউক্রেনের নিপ্রো শহরের দিকে পৌঁছে গিয়েছে ভ্লাদিমির পুতিনের বাহিনী। রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে এ কথা জানানো হয়েছে। রাশিয়ার দাবি, ইউক্রেনের ডনেৎস্ক প্রদেশের জ়োরিয়া গ্রামও দখল করে নিয়েছে তাদের বাহিনী। এই খবরের দিকে আজ নজর থাকবে।

অশান্ত মণিপুরে বন্‌ধ, পাঁচ জেলায় বন্ধ ইন্টারনেট

শনিবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মণিপুরে। অশান্তির কেন্দ্রবিন্দু রাজধানী ইম্ফল। সেই অশান্তির আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে অন্য জেলাগুলিতেও। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে বিক্ষোভকারীদের। পরিস্থিতি সামাল দিতে গুলিও ছুড়তে হয় পুলিশকে। শনিবার মেইতেই গোষ্ঠীভুক্ত সংগঠন আরামবাই টেংগোলের এক কমান্ডার-সহ পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। তার প্রতিবাদে রবিবার থেকেই বন্‌ধ ডাকে ওই সংগঠন। অন্য দিকে পরিস্থিতি সামাল দিতে একাধিক পদক্ষেপ করেছে পুলিশ। ইম্ফল-সহ পাঁচ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ। বিষ্ণুপুর জেলায় কার্ফু জারি করা হয়েছে। আজ নজর থাকবে মণিপুরের পরিস্থিতির দিকে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ট্রাম্প-মাস্ক দ্বন্দ্ব কি মিটবে? না কি জটিল হবে সমীকরণ!

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ধনকুবের ইলন মাস্কের মনোমালিন্য তৈরি হয়েছে। উভয়েই একে অন্যের বিরুদ্ধে মুখ খুলছেন। ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে মাস্ক ‘বড় ভুল’ করেছেন বলে মনে করছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তবে দু’জনের সম্পর্ক আবার মেরামত করা সম্ভব বলেও মনে করছেন তিনি। মাস্ককে ‘আবেগপ্রবণ মানুষ’ হিসাবে ব্যাখ্যা করে ভান্স জানান, টেসলা কর্ণধার মাথা ঠান্ডা রাখলে, সব ঠিক হয়ে যাবে বলে মনে করেন তিনি। ট্রাম্প এবং মাস্কের মনোমালিন্য মেটার কোনও আভাস কি মিলবে, না কি আরও জটিল হবে পরিস্থিতি, সে দিকে নজর থাকবে আজ।

কুকথাকে ‘ধিক্কার’ জানাতে কেষ্ট-গড়ে শুভেন্দুর মিছিল

বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের অশ্রাব্য বচনকে ‘ধিক্কার’ জানাতে অনুব্রতর নিজের শহর বোলপুরে আজ ‘মহামিছিল’ বিজেপির। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্ব দেবেন বোলপুরের এই মিছিলে। সঙ্গে থাকবেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ও। বিকেল ৪টে নাগাদ ট্যুরিস্ট লজ মোড় থেকে শুরু হবে মিছিল। যাবে বোলপুর চৌরাস্তা পর্যন্ত।

ভারত ‘এ’ বনাম ইংল্যান্ড লায়ন্স ম্যাচের চতুর্থ দিন

দ্বিতীয় বেসরকারি টেস্টের তৃতীয় দিনে ভাল খেললেন বোলারেরা। চাপে ফেলে দিলেন লায়ন্সের ব্যাটারদের। চতুর্থ দিন নজর থাকবে ব্যাটারদের দিকে। ভাল খেললে খুলে যেতে পারে প্রথম একাদশের দরজা। খেলা শুরু দুপুর ৩.৩০টা থেকে। দেখা যাবে সোনি লিভ অ্যাপে।

বিলেতে ভারতীয় দলের খবর

ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে ভারতের সিনিয়র দল। অনুশীলনও শুরু করে দিয়েছেন শুভমন গিলেরা। প্রথম টেস্টের আগে কেমন প্রস্তুতি চলছে? ভারত কি কোনও চমক দিতে পারে? সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

ফিরছে চেনা গরম, আবার কবে বৃষ্টির মুখ দেখবেন রাজ্যবাসী?

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রাও। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত ভাবে দু’এক জায়গায় কখনও কখনও হালকা বৃষ্টি হলেও সে ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা এখনই নেই। আজও গরমের কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কোথাও সে রকম ভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আগামী দু’তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেড়ে যেতে পারে। তবে চলতি সপ্তাহে বুধবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ওই দিন কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে।

News of the Day Bidhansabha Elon Musk Donald Trump Manipur India vs England test cricket Russia-Ukraine War
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy