Advertisement
E-Paper

ভারতীয় সেনাকে প্রশংসা জানিয়ে বিধানসভায় প্রস্তাব। অশান্ত মণিপুর। মেঘালয়কাণ্ড। আর কী কী নজরে

সম্প্রতি পহেলগাঁওয়ে জঙ্গিহানায় ২২ জন ভারতীয় পর্যটকের মৃত্যু এবং তার জবাবে ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাতমূলক অভিযানের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় এই প্রস্তাবটি পেশ হতে চলেছে। আজ বিধানসভার অধিবেশনে এই প্রস্তাব নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার কথা রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৫ ০৭:৫৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারতীয় সেনাকে প্রশংসা জানিয়ে বিধানসভায় প্রস্তাব, আলোচনায় অংশ নেবেন মমতা এবং শুভেন্দু

আজ বিধানসভার বাদল অধিবেশনের দ্বিতীয় দিন। অধিবেশনের দ্বিতীয়ার্ধে আজ ভারতীয় সেনার প্রশংসা জানিয়ে প্রস্তাব আনা হবে। সম্প্রতি পহেলগাঁওয়ে জঙ্গিহানায় ২২ জন ভারতীয় পর্যটকের মৃত্যু এবং তার জবাবে ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাতমূলক অভিযানের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় এই প্রস্তাবটি পেশ হতে চলেছে। আজ বিধানসভার অধিবেশনে এই প্রস্তাব নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার কথা রয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও থাকার কথা। তবে প্রস্তাব পেশ হওয়ার আগেই বিতর্ক শুরু হয়েছে। কারণ, এই প্রস্তাবে ‘অপারেশন সিঁদুর’-এর নাম উল্লেখ নেই। বিজেপির দাবি, সেনাবাহিনী দেশের গর্ব এবং তাদের প্রতিক্রিয়া ‘অপারেশন সিঁদুর’ নামেই চিহ্নিত হয়েছে। তাই এই নাম অনুপস্থিত থাকা মানে সেনার বীরত্বকে খাটো করা। রাজ্য বিধানসভায় এই প্রস্তাবের দিকে নজর থাকবে আজ।

১৬ দিনের লুকোচুরি শেষে ধৃত সোনম, মেঘালয়কাণ্ডের তদন্ত কোন পথে

টানা ১৬ দিন ধরে লুকোচুরি! মেঘালয়ে ঘুরতে গিয়ে কোথায় উধাও হয়ে গিয়েছিলেন নবদম্পতি, কূলকিনারাই পাচ্ছিলেন না তদন্তকারীরা। অবশেষে সেই রহস্যের জট খুলল। তাতে তদন্তের মোড়ই ঘুরে গিয়েছে। কোনও দুষ্কৃতীর খপ্পরে পড়েননি নবদম্পতি। মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে খুন করেছেন তাঁর স্ত্রীই! তিনিই নিয়োগ করেছিলেন তিন ভাড়াটে খুনিকে। শেষমেশ চার অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। সেই মেঘালয়কাণ্ডের তদন্তের দিকে নজর থাকবে আজ।

হাওড়ার পর্নকাণ্ডে মা-ছেলের খোঁজে পুলিশ, কোন পথে তদন্ত

সোদপুরের তরুণীকে নির্যাতন এবং পর্নকাণ্ডে অভিযুক্ত হাওড়ার বাঁকড়ার বাসিন্দা শ্বেতা খান ও তাঁর পুত্র আরিয়ান খানের খোঁজ চালাচ্ছে পুলিশ। গত তিন দিন ধরে দু’জনের খোঁজে বিভিন্ন জায়গায় গিয়েছেন তদন্তকারীরা। কিন্তু তাঁদের নাগাল মেলেনি। অন্য দিকে, শ্বেতার তৃণমূল-যোগ নিয়ে আঙুল তুলছেন বিরোধীরা। অভিযোগ, শাসকদলে যুক্ত থাকার সুবাদে অবৈধ এবং অনৈতিক কাজকর্ম করতে এতটা সাহস দেখিয়েছেন ওই মহিলা। তৃণমূল অভিযোগ উড়িয়ে দিয়েছে। তারাও মহিলার শাস্তি দাবি করেছে। মা-ছেলে ধরা পড়ে কি না, সে দিকে নজর থাকবে আজ।

উত্তপ্ত লস অ্যাঞ্জেলেস, পথে বাহিনী, পরিস্থিতি কোন দিকে

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি-বিরোধী বিক্ষোভ ঘিরে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত লস অ্যাঞ্জেলেস। বিক্ষোভ থামাতে লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড নামিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার পর পরিস্থিতির উন্নতি হওয়া দূরে থাক, আরও অবনতি ঘটেছে। ট্রাম্পের বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়েছেন বিক্ষোভকারীরা। চলেছে রাবার বুলেট, কাঁদানে গ্যাসও। আজ এই খবরে নজর থাকবে।

নতুন করে অশান্ত মণিপুর, জায়গায় জায়গায় বিক্ষোভ

মেইতেই নেতার গ্রেফতারির প্রতিবাদে রবিবার রাতেও দফায় দফায় উত্তেজনা ছড়ায় মণিপুরের বিভিন্ন প্রান্তে। পূর্ব ইম্ফল জেলায় ইয়াইরিপোক তুলিহাল অঞ্চলে মহকুমাশাসকের দফতরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পশ্চিম ইম্ফল জেলায় কাকেইথেল এবং সিংজামেই জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। বিক্ষোভকারীদের হটাতে রাবার বুলেটও ব্যবহার করা হয়েছে। এ অবস্থায় নতুন করে মণিপুরে কোনও অশান্তি ছড়ায় কি না, সে দিকে নজর থাকবে আজ।

এশিয়ান কাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বে সুনীলের ভারতের খেলা

আজ আবার মাঠে নামছে ভারতীয় ফুটবল দল। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে সুনীল ছেত্রীর দলের সামনে হংকং। গ্রুপ সি-তে রয়েছে ভারত। এই গ্রুপের বাকি দুই দল বাংলাদেশ ও সিঙ্গাপুর। চারটি দলই গ্রুপের একটি করে ম্যাচ খেলেছে। সব ম্যাচই ড্র হয়েছে। র‌্যাঙ্কিংয়ে ভারত এগিয়ে হংকংয়ের থেকে। ভারত ফিফা ক্রমতালিকায় ১২৭ নম্বরে। হংকং ১৫৩ নম্বরে। আজ ভারত-হংকং ম্যাচ বিকেল ৫:৩০ থেকে। খেলা দেখা যাবে ফ্যানকোড অ্যাপ ও ওয়েব সাইটে।

ইংল্যান্ডে অনুশীলন চলছে ভারতীয় দলের, শুভমনদের শিবিরের খবর

ভারতীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সিরিজ় শুরু হচ্ছে ২০ জুন। সে দিন লিডসে শুরু পাঁচ টেস্টের সিরিজ়ের প্রথম ম্যাচ। শুভমন গিলের দল ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে অনুশীলনও। সোমবার ধাক্কা খেয়েছেন শুভমনেরা। আঙুলে চোট পেয়ে ঋষভ পন্থ প্রথম টেস্টে অনিশ্চিত। থাকছে ভারতীয় দলের সব খবর।

মোদীর ১১ বছর, কাজের খতিয়ান নিয়ে বঙ্গে ভূপেন্দ্র

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ১১ বছর পূর্ণ করল। একটানা ১১ বছরের শাসনকালে এই সরকারের অর্জন তথা কৃতিত্ব কী কী, তা গোটা দেশের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। মোদী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদেরই তার জন্য রাজ্যে রাজ্য পাঠানো হচ্ছে। প্রত্যেকটি রাজ্যে সাংবাদিক বৈঠক করে বিশদে তাঁরা তুলে ধরবেন এই সরকারের নানা মাইলফলক কাজের কথা। আজ কলকাতায় সেই সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব। সোমবার বিজেপি সভাপতি জে পি নড্ডা একই বিষয়ে সাংবাদিক বৈঠক করেছেন দিল্লিতে। আজ পশ্চিমবঙ্গের মানুষের সামনে ভূপেন্দ্র কোন কোন বিষয় জোর দিয়ে তুলে ধরেন, তা জানার অপেক্ষায় অনেকে।

ইউক্রেনে ধারাবাহিক রুশ হানা, আছড়ে পড়ছে বোমারু ড্রোন

ইউক্রেনের উপর ধারাবাহিক ভাবে হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনা। সোমবারও রাশিয়া ইউক্রেনের উপর প্রায় ৫০০টি ড্রোন নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ। ইউক্রেনের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে এক দিনের মধ্যে এটিই সবচেয়ে বড় রুশ হানা। সম্প্রতি রাশিয়ার বেশ কিছু সামরিক ঘাঁটিতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছিল। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, তাতে রাশিয়ার প্রায় ৪০টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি কোন পথে এগোয়, সে দিকে নজর থাকবে আজ।

News of the Day Mamata Banerjee Suvendu Adhikari Meghalaya Murder Case PM Narendra Modi Russia-Ukraine War India vs England test cricket Indian Football Team
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy