দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
দক্ষিণবঙ্গের সব জেলায় আজ বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার সব জায়গায় হবে না। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে হলুদ সতর্কতা জারি। উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা আপাতত আর দেয়নি হাওয়া অফিস।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় টেস্ট শুরু হয়ে গিয়েছে। আজ দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিনের শেষে ভারত ২ উইকেটে ৩১৮ রান তুলেছে। যশস্বী জয়সওয়াল ১৭৩ রান করে উইকেটে। দ্বিশতরান থেকে তিনি ২৭ রান দূরে। সঙ্গে ২০ রানে ব্যাট করছেন শুভমন গিল। আজ কত রান করবে ভারত? খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
মহিলাদের বিশ্বকাপে আজ ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচ। অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডই এ বারের বিশ্বকাপে অপরাজিত রয়েছে। আজ তৃতীয় ম্যাচ জিতলে পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে চলে যাবে তারা। অন্য দিকে শ্রীলঙ্কারও এটি তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে তারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। আজ খেলা শুরু বিকেল ৩টে থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।