দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
দুর্গাপুর ‘গণধর্ষণকাণ্ডে’ তিন জন গ্রেফতার হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজেও তল্লাশি চলছে। পাশাপাশি তদন্তকারীদের সন্দেহের চোখে রয়েছেন বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের দ্বিতীয় বর্ষের ডাক্তারি ছাত্রীর সহপাঠীও। সেই সঙ্গে ক্রমেই বাড়ছে রাজনৈতিক চাপানউতর। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করার আর্জি জানিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝী। রবিবার মুখ্যমন্ত্রী মমতা ‘নির্যাতিতা’কে বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়ার পাশাপাশি ওড়িশার আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছেন। সেখানে অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়, তা নিয়ে কটাক্ষও করেছেন। এরই মধ্যে নির্যাতিতার সঙ্গে ওড়িশা সরকারের তিন প্রতিনিধি দেখা করতে এসেছিলেন দুর্গাপুরে। অভিযোগ, তাঁদের দেখা করতে দেওয়া হয়নি। তা নিয়েও জলঘোলা হতে শুরু করেছে।
উত্তরবঙ্গের বিপর্যয়ের পরে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখে বুধবারই কলকাতায় ফিরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিন পর, রবিবার আবার তিনি উত্তরবঙ্গে গিয়েছেন। রবিবার আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গার পরিস্থিতি ঘুরে দেখেন তিনি। সোমবার তিনি যাবেন জলপাইগুড়ির নাগরাকাটায়। নাগরাকাটার বামনডাঙাতেই গত সপ্তাহে ত্রাণ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। খগেন রক্তাক্তও হয়েছিলেন। সেই নাগরাকাটায় গিয়ে মুখ্যমন্ত্রী কী বলেন, সে দিকে আজ নজর থাকবে।
সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কারপ্রাপকের নাম ঘোষণা করা হবে। গত বছর যৌথ ভাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান তুরস্ক বংশোদ্ভূত ড্যারন অ্যাসেমোগলু, ইংল্যান্ডের সাইমন জনসন এবং আমেরিকার জেমস এ রবিনসন। এ বছর ইতিমধ্যে চিকিৎসাশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্যে এবং শান্তিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা হয়ে গিয়েছে। আজ ঘোষণা হবে অর্থনীতিতে নোবেল পুরস্কারপ্রাপকের নাম।
ছ’বছর পরে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআইয়ের মামলা উঠছে সুপ্রিম কোর্টে। রাজীবের আগাম জামিনের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেছিল সিবিআই। আজ প্রধান বিচারপতি বিআর গবই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে ওই মামলাটি শুনানির তালিকায় রয়েছে। সুপ্রিম কোর্টে সূত্রে খবর, শুনানির তালিকায় প্রধান বিচারপতির বেঞ্চে ১ নম্বরে রয়েছে মামলাটি। ২০১৯ সালে রাজ্য পুলিশের বর্তমান ডিজিকে আগাম জামিন দিয়েছিল কলকাতা হাই কোর্ট।
নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে বিজয়া সম্মিলনীতে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমতলায় সাংসদ কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। গত ৫ অক্টোবর থেকে তৃণমূল বিজয়া সম্মিলনী শুরু করেছে। প্রতিটি ব্লকে হচ্ছে এই কর্মসূচি। রবিবার প্রায় ১০০টি ব্লকে বিজয়া সম্মিলনী করেছে তৃণমূল। সোমবার নিজের কেন্দ্রে সেই কর্মসূচি করবেন অভিষেক।
সোমবার থেকে দক্ষিণের জেলাগুলিতে সেই হালকা বৃষ্টিরও সম্ভাবনা নেই। সব জেলাই থাকবে শুষ্ক। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের দু’-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এই চার জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশাও থাকতে পারে। উত্তরবঙ্গের বাকি চার জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হওয়ার মতো অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
পর পর দুই ম্যাচে হারতে হল ভারতকে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৩০ রানের বিশাল স্কোর খাড়া করেও হারতে হল হরমনপ্রীত কৌরের দলকে। এই ম্যাচ থেকে ইতিবাচক দিক দু’টি। এক, স্মৃতি মন্ধানার রানে ফেরা। দুই, বল নষ্ট না করা। তবে চিন্তা থাকল ভারতীয় দলের বোলিং এবং ফিল্ডিং নিয়ে। আগামী রবিবার আরও এক কঠিন প্রতিপক্ষ ইংল্যান্ড। তার আগে ভারতীয় দলের খবর।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টেস্টের আজ চতুর্থ দিনের খেলা। এই টেস্টে অন্তত কিছুটা প্রতিরোধ গড়ছেন ক্যারিবিয়ান ব্যাটারেরা। তবু ইনিংস হার এড়াতে তাদের এখনও দরকার ৯৮ রান। হাতে ৮ উইকেট। কতটা লড়াই করতে পারবে ওয়েস্ট ইন্ডিজ়? আজই কি শেষ হয়ে যাবে টেস্ট? খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।