Advertisement
E-Paper

বাংলা নববর্ষ, ‘পশ্চিমবঙ্গ দিবস’। চোকসীর প্রত্যার্পণের সম্ভাবনা কতটা এগোল। কেকেআরের ম্যাচ। আর কী

সরকারি উদ্যোগে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। অন্য দিকে, আরএসএস-ঘনিষ্ঠ সংগঠন ‘বঙ্গীয় সনাতনী সংস্কৃতি পরিষদ’ আজ কলকাতায় ‘মঙ্গল শোভাযাত্রা’র ডাক দিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ০৭:৫৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বাংলা নববর্ষের উদ্‌যাপন, ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করবে রাজ্য সরকার

আজ পয়লা বৈশাখ। এই দিনটিকে আগেই ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসাবে ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই আজ সরকারি উদ্যোগে দিনটি পালিত হবে। দলীয় ভাবে তৃণমূলকেও ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করার নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। বিধানসভা নির্বাচনের এক বছর আগে থেকেই ‘বাঙালি অস্মিতা’ জাগিয়ে তুলতে এই কর্মসূচি তৃণমূলের কাছে অন্যতম ‘হাতিয়ার’। অন্য দিকে, আরএসএস-ঘনিষ্ঠ সংগঠন ‘বঙ্গীয় সনাতনী সংস্কৃতি পরিষদ’ আজ কলকাতায় ‘মঙ্গল শোভাযাত্রা’র ডাক দিয়েছে। বর্ষবরণ এবং বঙ্গাব্দের প্রবর্তক হিসেবে গৌড়াধিপতি শশাঙ্ককে স্মরণ করবে সংগঠনটি। বিকেলে মোহরকুঞ্জ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের নানা উপকরণ সহযোগে প্রায় দেড় কিলোমিটার পথ পরিক্রমা করবে। আয়োজিত শোভাযাত্রায় আজ উপস্থিত থাকতে পারেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিন্‌হা, রাজ্যসভার প্রাক্তন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, রাজ্য যুবমোর্চা সভাপতি ইন্দ্রনীল খাঁ এবং রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র ও রাজ্যসভা সাংসদ শমীক ভট্টাচার্য।

চোকসীর প্রত্যার্পণের সম্ভাবনা কতটা এগোল

ব্যবসায়ী মেহুল চোকসীকে ভারতে প্রত্যর্পণের জন্য অনুরোধ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বেলজিয়াম সরকারের কাছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে সে দেশের ফেডারেল পাবলিক সার্ভিস অফ জাস্টিস। তারা আরও জানায়, বেলজিয়াম কর্তৃপক্ষ চোকসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার প্রস্তুতি নিচ্ছেন। উল্লেখ্য, পিএনবি কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর থেকেই ‘পলাতক’ ছিলেন ভারতীয় হিরে ব্যবসায়ী চোকসী। শুধু তিনি একা নন, এই মামলায় নাম জড়ায় তাঁর ভাগ্নে নীরব মোদীরও। ভারত থেকে পালিয়ে বিভিন্ন দেশ ঘুরে অ্যান্টিগাতে আশ্রয় নিয়েছিলেন চোকসী। সেই দেশের নাগরিকত্বও পেয়েছিলেন তিনি। গত বছর নভেম্বরে বেলজিয়ামে চলে আসেন চোকসী। সেই দেশেরই নাগরিক তাঁর স্ত্রী প্রীতি। তাঁর নথির ভিত্তিতেই বেলজিয়ামে থাকার অধিকার পান চোকসী। সেখানে তাঁর উপস্থিতির কথা জানতে পেরেই ভারত সরকার তাঁকে দেশে ফেরানোর ব্যাপারে উদ্যোগী হয়। সোমবার সকালে তাঁর আইনজীবী জানান, গত ১২ এপ্রিল হাসপাতাল থেকে চোকসীকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি বেলজিয়ামের জেলে বন্দি। তাঁর গ্রেফতারির খবর ভারতে পৌঁছতেই নরেন্দ্র মোদী সরকার তাঁকে ভারতে ফেরাতে উদ্যোগী হয়েছে। সূত্রের খবর, দিল্লি থেকে একটি প্রতিনিধি দল বেলজিয়াম যাবে। চোকসীর ভারতে প্রত্যপর্ণ প্রক্রিয়া কোন পথে এগোয়, সে দিকে আজ নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মুর্শিদাবাদের পরিস্থিতি এবং বাহিনীর ভূমিকা

ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় তেতে ওঠা মুর্শিদাবাদের পরিস্থিতির খানিক উন্নতি হয়েছে। নতুন করে গন্ডগোলের খবর মেলেনি জঙ্গিপুর, ধুলিয়ান বা সুতিতে। তবে ওই এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা এখনও বন্ধ। পুলিশ সূত্রে খবর, আপাতত মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মুর্শিদাবাদের কয়েকটি এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে গ্রেফতারির সংখ্যা পেরিয়েছে ২০০। আজ মুর্শিদাবাদের পরিস্থিতির দিকে নজর থাকবে।

আইপিএলে কেকেআরের ম্যাচ, বিপক্ষে শ্রেয়স আয়ারের পঞ্জাব

আইপিএলে আজ সপ্তম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের সামনে পঞ্জাব কিংস। গত বার কলকাতাকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আয়ার এ বার পঞ্জাবের নেতৃত্বে। পুরনো দলের বিরুদ্ধে বদলা নেওয়ার লক্ষ্যে নামবেন শ্রেয়স। কলকাতা শেষ ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসকে উড়িয়ে দিয়েছে। পঞ্জাব আগের ম্যাচে হেরে গিয়েছে সানরাজ়ার্স হায়দরাবাদের কাছে। অভিষেক শর্মার ব্যাটিং ঝড় একাই হারিয়ে দিয়েছে পাঞ্জাবকে। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

ঝড়বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণের সব জেলায়, উত্তরেও সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পয়লা বৈশাখ কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত। বুধবার পর্যন্ত চলবে এই ঝড়বৃষ্টি। সেই সমস্ত জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের আট জেলাতেই মঙ্গলবার কমলা সতর্কতা জারি হয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে কারা, রয়েছে দু’টি কোয়ার্টার ফাইনাল

চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের সেমিফাইনালে চারটি দলের মধ্যে দু’টি দল আজ নির্ধারিত হয়ে যাবে। আজ রয়েছে দু’টি কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বের খেলা। অ্যাস্টন ভিলা খেলবে প্যারিস সঁ জঁ-র সঙ্গে। প্রথম পর্বে প্যারিস সঁ জঁ ৩-১ গোলে জিতেছিল। দ্বিতীয় কোয়ার্টারে খেলা বরুসিয়া বনাম বার্সেলোনার। বার্সা ৪-০ গোলে এগিয়ে রয়েছে। দু’টি ম্যাচই রাত ১২:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

News of the Day Bengali New Year Mehul Choksi Murshidabad Alipore Weather Office Poila Boisakh Tata IPL 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy