Advertisement
E-Paper

বিধানসভায় মমতা, শুভেন্দু বলবেন বাইরে। বিএসএফ-বিজিবি বৈঠক। শিশুধর্ষণের শাস্তি ঘোষণা। আর কী কী

পশ্চিমবঙ্গ বিধানসভা ঘিরে আজ ফের সংঘাতের আবহ। ভিতরে মুখ্যমন্ত্রী, বাইরে বিরোধী দলনেতা। দু’জনেই ভাষণ শুরু করবেন একই সময়ে। রাজ্যপাল সিভি আনন্দ বোস অধিবেশনের সূচনায় যে বক্তৃতা করেছিলেন, তার উপরে আজ ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২৬

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

রাজ্যপালের বক্তৃতার উপর আলোচনায় মমতা, শুভেন্দু বলবেন অধিবেশনের বাইরে

পশ্চিমবঙ্গ বিধানসভা ঘিরে আজ ফের সংঘাতের আবহ। ভিতরে মুখ্যমন্ত্রী, বাইরে বিরোধী দলনেতা। দু’জনেই ভাষণ শুরু করবেন একই সময়ে। রাজ্যপাল সিভি আনন্দ বোস অধিবেশনের সূচনায় যে বক্তৃতা করেছিলেন, তার উপরে আজ ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও একই বিষয়ের উপরে আজ ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু সোমবারই শুভেন্দু সাসপেন্ড হওয়ায় আজ অধিবেশনে যোগ দিতে পারবেন না। রাজ্যপালের ভাষণের উপরে মুখ্যমন্ত্রী যখন সভাকক্ষে বক্তৃতা করবেন, সেই সময়েই বাইরে বিরোধী দলনেতাও বক্তৃতা করবেন। শুভেন্দু-সহ চার বিজেপি বিধায়ককে সোমবার সাসপেন্ড করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই সাসপেনশনের প্রতিবাদে বিজেপির গোটা পরিষদীয় দলই আজ অধিবেশন বয়কট করছে। বিধানসভার দক্ষিণ গেটের কাছে শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিধায়কেরা ধর্নায় বসবেন। ভিতরে মুখ্যমন্ত্রী যখন ভাষণ দেবেন, তখন বাইরে শুভেন্দুও বক্তৃতা শুরু করবেন।

দিল্লিতে বিএসএফ-বিজিবি বৈঠক, বিষয় কি কাঁটাতার

সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র প্রধান দলজিৎ সিংহ চৌধরির সঙ্গে বৈঠকে যোগ দিতে সোমবার দিল্লিতে এসেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর প্রধান মুহাম্মদ আশরাফ-উজ়-জ়ামান। সোম থেকে বুধ পর্যন্ত তিন দিন ধরে দু’দেশের দুই বাহিনীর শীর্ষ আধিকারিক স্তরের বৈঠক রয়েছে। সোমবার বিজিবি প্রধানকে দিল্লিতে স্বাগত জানান বিএসএফ প্রধান। দু’দেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে তিন দিনের এই বৈঠকে। সম্প্রতি বাংলাদেশ সীমান্তে বিএসএফ কাঁটাতার বসাতে উদ্যোগী হলে, তাতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিজিবির বিরুদ্ধে। ওই বিতর্কের আবহে দিল্লি এবং ঢাকা উভয় পক্ষই একে অন্যের কূটনীতিকদের ডেকে পাঠায়। গত মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, বিএসএফ এবং বিজিবির বৈঠকে বাংলাদেশের কথার ‘টোন’ আলাদা হবে। এই আবহে দু’দেশের দুই বাহিনীর কর্তাদের বৈঠকের দিকে নজর থাকবে আজ।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

কলকাতার ফুটপাথে শিশুধর্ষণ: শাস্তি ঘোষণা

কলকাতার বড়তলায় ফুটপাথ থেকে তুলে নিয়ে গিয়ে সাত মাসের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে যুবককে দোষী সাব্যস্ত করল ব্যাঙ্কশাল আদালত। আজ তাঁর শাস্তি ঘোষণা করা হবে। গত বছরের ৩০ নভেম্বর বড়তলা থানায় শিশু নিখোঁজের অভিযোগ জানিয়েছিলেন ফুটপাথবাসী এক দম্পতি। কয়েক ঘণ্টা পরে ওই ফুটপাথ থেকেই শিশুটিকে উদ্ধার করা হয়। তার পর গত ৪ ডিসেম্বর ঝাড়গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আজ এই মামলার রায়ে বিচারক কি সাজা ঘোষণা করেন, সে দিকে নজর থাকবে।

নয়াদিল্লি স্টেশন-কাণ্ডের তদন্ত কোন পথে এগোবে

কুম্ভমেলার পুণ্যার্থীদের ভিড়ে শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। দুর্ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। শনিবার রাতের ওই দুর্ঘটনার পরে রেলের তরফে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী এবং যাত্রীদের অনেকেই রেলের গাফিলতির অভিযোগ তুলছেন। উঠে আসছে প্রায় একই নামের দু’টি ট্রেনের জেরে বিভ্রান্তির তত্ত্ব। কেউ কেউ রেলের বিরুদ্ধে প্ল্যাটফর্ম বদলের ঘোষণার অভিযোগও করছেন। তবে সেই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে রেল। এই অবস্থায় নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনার তদন্তে কোনও নতুন তথ্য উঠে আসে কি না, সে দিকে নজর থাকবে আজ।

ফাল্গুনের শুরুতে আরও একটু কমবে শীত, পূর্বাভাস বৃষ্টিরও

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি বাড়তে পারে। তার পরের তিন দিন তাপমাত্রা একই রকম থাকবে। বুধবার থেকে কলকাতা-সহ সংলগ্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলতে পারে রবিবার পর্যন্ত। ভিজবে উত্তরও।

News of the Day Mamata Banerjee BSF BGB Child Rape new delhi Winter
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy