Advertisement
E-Paper

ডায়মন্ড হারবারে অভিষেক। বিশ্বকাপে জট। মাঘে কমবে শীত। বিশ্বকাপের প্রস্তুতি ভারতের। আর কী কী নজরে

নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে স্বাস্থ্য পরিষেবা শিবির ‘সেবাশ্রয় ২’ পরিদর্শনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে লোকসভা কেন্দ্রের বাকি ছ’টি বিধানসভা কেন্দ্রেও গিয়েছিলেন অভিষেক। আজ যাবেন ডায়মন্ড হারবারে। সেই খবরে নজর থাকবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ০৭:৫৪

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে স্বাস্থ্য পরিষেবা শিবির ‘সেবাশ্রয় ২’ পরিদর্শনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে লোকসভা কেন্দ্রের বাকি ছ’টি বিধানসভা কেন্দ্রেও গিয়েছিলেন অভিষেক। আজ যাবেন ডায়মন্ড হারবারে। সেই খবরে নজর থাকবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জট ক্রমশ পাকছে। বাংলাদেশের খেলা ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে। আইসিসি জানিয়ে দিয়েছে, বাংলাদেশের অনুরোধ মেনে তাদের খেলা শ্রীলঙ্কায় করা সম্ভব নয়। গ্রুপ বদলের অনুরোধও খারিজ হয়ে গিয়েছে। আইসিসি বলেছে, বুধবারের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতে খেলতে আসবে কি না। এর মধ্যে আসরে নেমেছে পাকিস্তান। শোনা যাচ্ছে, তারা বলেছে, বাংলাদেশের অনুরোধ মানা না হলে তারাও বিশ্বকাপে খেলবে না। সব মিলিয়ে জটিল পরিস্থিতি। থাকছে সব খবর।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে রাতে দুই থেকে তিন ডিগ্রি পারদ চড়বে। তার পরের চার দিনে তাপমাত্রার বড় কোনও হেরফের আর হবে না। উত্তরবঙ্গে আগামী সাত দিনে রাতের তাপমাত্রা একই রকম থাকবে।

কাল থেকে শুরু হয়ে যাচ্ছে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। এক দিনের সিরিজ়ে হারার পর টি-টোয়েন্টিতে কি মুখরক্ষা হবে ভারতের? এক দিনের দলের সঙ্গে ভারতের টি-টোয়েন্টি দলের অনেকটাই তফাত। শুভমন গিলের বদলে এই ফর্ম্যাটে অধিনায়ক সূর্যকুমার যাদব। বিশ্বকাপের আগে এটাই ভারত এবং নিউ জ়িল্যান্ডের প্রস্তুতির শেষ সুযোগ। কী ভাবে তৈরি হচ্ছে দুই দল? থাকছে সব খবর।

মেয়েদের আইপিএলে আজ হরমনপ্রীত কৌরের সঙ্গে লড়াই জেমা‌ইমা রদ্রিগেজ়ের। মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। প্রথম পর্বের ম্যাচে মুম্বই ৫০ রানে উড়িয়ে দিয়েছিল দিল্লিকে। পয়েন্ট তালিকায় সকলের নীচে রয়েছে জেমাইমার দিল্লি। চারটি ম্যাচ খেলে মাত্র একটি জিতেছে তারা। মুম্বইও খুব ভাল খেলতে পারছে না। তারা পাঁচটি ম্যাচ খেলে দু’টি জিতেছে। আজ কারা জিতবে? খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

অস্ট্রেলিয়ান ওপেনে আজ অভিযান শুরু করছেন জানিক সিনার। দ্বিতীয় বাছাই এবং পুরুষদের সিঙ্গলসের অন্যতম ফেবারিট সিনার প্রথম রাউন্ডে খেলবেন অবাছাই হুগো গ্যাস্টনের সঙ্গে। আজ প্রথম রাউন্ডে নামবেন পঞ্চম বাছাই লরেঞ্জো মুসেত্তিও। মেয়েদের সিঙ্গলসে খেলবেন পঞ্চম বাছাই এলিনা রিবাকিনা। খেলা শুরু ভোর ৫:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

ছোটদের বিশ্বকাপ ক্রিকেটে আজ আবার রয়েছে বাংলাদেশের খেলা। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে জেতা ম্যাচ হেরেছে বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দল। তাদের সামনে আজ নিউ জ়িল্যান্ড। খেলা দুপুর ১টা থেকে। একই সময়ে মুখোমুখি অস্ট্রেলিয়া ও জাপান। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

News of the Day Abhishek Banerjee ICC T20 World Cup 2026 Weather Update Indian Cricket team WPL 2026 Australia Open India Under 19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy