দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
পুজোর মুখে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্ত থেকে বৃহস্পতিবার বিকেলেই নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে। তা ঘনীভূত হয়ে নিম্নচাপ তৈরি হতে পারে আজ। ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল দিয়ে সেই নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করবে শনিবার। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এর প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
ভারত ইতিমধ্যেই এশিয়া কাপের ফাইনালে উঠে গিয়েছে। অন্য দিকে শ্রীলঙ্কা ফাইনালের লড়াই থেকে আগেই ছিটকে গিয়েছে। ফলে আজকের ম্যাচ নিয়মরক্ষার। ভারত চাইবে জয়ের ধারা বজায় রাখতে। রবিবার ফাইনাল থাকায় কয়েক জনকে বিশ্রামও দিতে পারে তারা। ফলে দলে কিছু বদলও দেখা যেতে পারে। আজ রাত ৮টা থেকে শুরু খেলা। সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনিলিভ অ্যাপে।
আজ কলকাতা এবং বিধাননগরে দুর্গাপুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুজো দেবেন কালীঘাট মন্দিরেও। সকাল ১১টা নাগাদ সন্তোষ মিত্র স্কোয়্যারে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। সেখানে ফিতে কাটার পরে প্রতিমার উদ্দেশে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন এবং প্রদীপ জ্বালাবেন। তার পরে যাবেন অনুষ্ঠান মঞ্চে। সেখানে উত্তরীয় এবং স্মারক দিয়ে তাঁকে সংবর্ধনা জানানো হবে। সংক্ষিপ্ত ভাষণে শাহকে স্বাগত জানাবেন পুজো কমিটির সভাপতি। এই পুরো প্রক্রিয়া শেষ করা হবে ১০ মিনিটের মধ্যে। তার পরেই শাহের হাতে মাইক তুলে দেওয়া হবে। মোট ১৫-২০ মিনিট সন্তোষ মিত্র স্কোয়্যারে কাটিয়ে সকাল সাড়ে ১১টা নাগাদ শাহ পৌঁছবেন কালীঘাট মন্দিরে। সেখানেও মিনিট কুড়ির কর্মসূচি। পুজো দিয়ে সরাসরি রওনা দেবেন বিধাননগরের উদ্দেশে। ইজ়েডসিসিতে পৌঁছবেন বেলা ১২টা ৫ মিনিটে। সেখানেও কর্মসূচি প্রায় সন্তোষ মিত্র স্কোয়্যারের মতোই। শুধু সে সবের মাঝে পাঁচ মিনিটের একটি নৃত্যানুষ্ঠান থাকবে। আর ভাষণ দিতে চাইলে শুধু শাহই দেবেন, অন্য কেউ নন। ইজ়েডসিসির পুজোর উদ্বোধন সেরে সাড়ে ১২টার মধ্যে শাহ রওনা দেবেন কলকাতা বিমানবন্দরের উদ্দেশে।
সিজিও কমপ্লেক্সের ই়ডি দফতরে দ্বিতীয় দিনের হাজিরা দিতে যাবেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। বৃহস্পতিবারও তিনি হাজিরা দিয়েছেন। গতকাল তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রায় ছ’ঘণ্টা ধরে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এই জিজ্ঞাসাবাদ চলছে। মন্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল কেন্দ্রীয় সংস্থা। তবে আদালত চন্দ্রনাথের জামিন বহাল রেখেছে। সেই সঙ্গে তাঁকে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে। মন্ত্রীও জানিয়েছেন তিনি সহযোগিতা করতে প্রস্তুত।
আমেরিকার নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৮০তম সম্মেলন চলছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের রাষ্ট্রনেতারা নিজেদের অবস্থান তুলে ধরছেন সেখানে। পাশাপাশি চলছে বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক আলোচনাও। ভারতের তরফে সেখানে প্রতিনিধিত্ব করছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আজ রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তৃতা করার কথা রয়েছে। গাজ়ায় ইজরায়েলি অভিযান নিয়ে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক স্তরে বার বার সমালোচিত হয়েছেন নেতানিয়াহু। ব্রিটেন-সহ বেশ কিছু দেশ সম্প্রতি প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এ অবস্থায় রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে আজ।
চলতি এশিয়া কাপে এখনও পর্যন্ত দু’বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। দু’বারই জিতেছে ভারত। তবে ম্যাচে বিতর্কও অনেক হয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও ‘অপারেশন সিঁদুর’ জায়গা পেয়েছে ক্রিকেট মাঠে। বিতর্ক বাড়িয়ে দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার হ্যারিস রউফ। বিতর্কে জড়িয়ে পড়েছেন দুই দেশের প্রাক্তন ক্রিকেটারেরাও। ভারত-পাকিস্তান বিতর্কের সব খবর থাকছে।
সামনেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়। সেই সিরিজ়ের দলও ঘোষণা করা হয়ে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের আগে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলছে ভারত ‘এ’। প্রথম টেস্ট ড্র হয়েছে। আজ দ্বিতীয় টেস্টের শেষ দিন। ভারতের জিততে দরকার আরও ২৪৩ রান। জিততে পারবেন লোকেশ রাহুল, ধ্রুব জুরেলরা। খেলা শুরু সকাল ৯.৩০ মিনিটে।
অনূর্ধ্ব-১৯ এক দিনের সিরিজ়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ় জিতে নিয়েছেন বৈভব সূর্যবংশীরা। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারিয়েছে ভারত। আজ তৃতীয় এক দিনের ম্যাচ। জিতলে অস্ট্রেলিয়াকে চুনকাম করে হারাবে ভারত। খেলা শুরু হবে সকাল ৯.৩০ মিনিট থেকে। সরাসরি দেখা যাবে জিয়োহটস্টার অ্যাপে।
নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল সিবিআই এবং ইডি। ইডির মামলায় সুপ্রিম কোর্ট থেকে আগেই জামিন পেয়েছিলেন তিনি। সিবিআইয়েরও কয়েকটি মামলায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর হয়েছে। এখন নিয়োগ দুর্নীতির একটি মামলায় পার্থ জেলে রয়েছেন। কয়েক দিন আগে কলকাতা হাই কোর্টে সেই মামলার শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। আজ বিচারপতি শুভ্রা ঘোষ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর জামিনের মামলার রায় ঘোষণা করবেন। সকাল সাড়ে ১০টা নাগাদ রায় ঘোষণা হবে। এই মামলায় জামিন পেলেই জেল মুক্তি হবে পার্থের। এই অবস্থায় পুজোর আগে তিনি জেল থেকে বার হন কি না আজ তা দেখার।