আগামী মাসে বাংলায় দু’টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। এক, আগামী অর্থবর্ষের জন্য রাজ্য বাজেট পেশ হবে বিধানসভায়। দুই, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। এই দু’টিকে সামনে রেখে আজ নিজের মন্ত্রিসভাকে নিয়ে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটি বিষয়ের দিকেও এই মুহূর্তে রাজ্য সরকারের সজাগ নজর রয়েছে। আরজি কর-কাণ্ডের তদন্ত এবং সেই সংক্রান্ত মামলা-মোকদ্দমা। আজই কলকাতা হাই কোর্টে শুনানি হবে জোড়া মামলার। রাজ্য এবং সিবিআই, দু’তরফ থেকে আরজি কর মামলার অপরাধী সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে আবেদন করা হয়েছে। একই সঙ্গে, রাজ্যের মামলা করার এক্তিয়ার নিয়ে আদালতের কাছে প্রশ্ন তুলেছে সিবিআই। সব কিছু নিয়েই আজ বিভিন্ন পক্ষের কথা শোনার কথা হাই কোর্টের।
মতামত দিতে পারে নির্যাতিতার পরিবারও
আরজি কর-কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাই কোর্টে প্রথম আবেদন করেছিল রাজ্য সরকার। রাজ্য ওই আবেদন করতে পারে কি না তা নিয়ে শুনানি চলছে। মামলাটি শুনছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ এই মামলার শুনানি শুরু হবে। গত শুনানিতে রাজ্যের আবেদনের বিরোধিতা করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করে, এই মামলায় রাজ্যের আইনি অধিকার নেই। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করতে পারে সিবিআই, নির্যাতিতার পরিবার এবং সঞ্জয়। পাল্টা যুক্তি দেয় রাজ্যও। তাদের বক্তব্য, তদন্ত বা আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। ওই ঘটনায় প্রথমে তদন্ত শুরু করেছিল পুলিশই। পরে তদন্তভার যায় সিবিআইয়ের কাছে। ফলে রাজ্যও ওই রায়কে চ্যালেঞ্জ করতে পারে। ওই বিষয়ে আজ আবার শুনানি হওয়ার কথা উচ্চ আদালতে। পরে, সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চেয়ে হাই কোর্টে আবেদন করেছে সিবিআই-ও। তাদের বক্তব্যও আজ শুনবে দুই বিচারপতির বেঞ্চ। এই মামলায় গত শুনানিতে নির্যাতিতার পরিবারকে যুক্ত করতে রাজ্যকে বলেছিল হাই কোর্ট। ফলে নির্যাতিতার পরিবারের তরফ থেকেও আদালতে বক্তব্য জানাতে পরে। সব মিলিয়ে আজ হাই কোর্টে কী হয় সে দিকে নজর থাকবে।
মমতা মন্ত্রিসভার বৈঠক
সোমবার বিকেলে নবান্নে বসছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। উত্তরবঙ্গ সফর সেরে বৃহস্পতিবার কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে মন্ত্রিসভার এই বৈঠক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ, আগামী ফেব্রুয়ারি মাসের ৫-৬ তারিখে কলকাতায় আয়োজিত হবে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। তাই মন্ত্রিসভার এই বৈঠকে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে। শিল্প সম্মেলন শেষ হলেই রাজ্য সরকার শুরু করে দেবে বাজেট অধিবেশনের প্রস্তুতি। তা ছাড়া শনিবার কেন্দ্রীয় সরকারের বাজেট, সে দিকে নজর রেখেও মন্ত্রিসভা বেশ কিছু সংস্কারী পদক্ষেপ নিতে পারে বলেই মনে করা হচ্ছে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
সচল হল কি বালি ব্রিজ
গত কয়েক দিন বিস্তর অসুবিধা পোয়াতে হয়েছে নিত্যযাত্রীদের। অবশেষে পূর্ব ঘোষণা অনুযায়ী শিয়ালদহ-ডানকুনি শাখায় ট্রেন চলাচল শুরু হবে। ২৭ জানুয়ারি ভোর ৪টের সময় ‘পাওয়ার ব্লক’ তুলে নেওয়া হবে। প্রায় ১০০ ঘণ্টা সংশ্লিষ্ট রেললাইনে বন্ধ ছিল ট্রেন চলাচল। সাতটি পয়েন্টে পুরনো ‘গার্ডার’ বদলে ফেলার কাজ শুরু হয় গত ২৩ জানুয়ারি। তার মধ্যে ছিল বালি ব্রিজ-ও। ওই কাজের জন্য বালি ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। দুর্ভোগে পড়েন স্থানীয় যাত্রীরা। সপ্তাহের প্রথম দিন থেকে আবার যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর। সে দিকে নজর থাকবে আজ।
বাঁকুড়ায় বাঘের ভয়
বাংলায় আবার ফিরে এসেছে ঝাড়খণ্ড থেকে পালানো বাঘ। রবিবার সকালে বাঁকুড়ার বারো মাইল জঙ্গলে তার পায়ের ছাপ মিলেছে। ওই জঙ্গলের এক দিকে ঝাড়গ্রামের কাঁকড়াঝোড় ও বেলপাহাড়ির জঙ্গল, অন্য দিকে রয়েছে পুরুলিয়ার কুইলাপালের জঙ্গল। বন দফতর মনে করছে, বারো মাইলের জঙ্গল থেকে বাঘটি যে কোনও সময়ে ঝাড়গ্রাম অথবা পুরুলিয়ায় প্রবেশ করতে পারে। বাঘকে বন্দি করতে উদ্যোগী বন দফতর। অন্য দিকে, জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে আতঙ্ক বাড়ছে।
তাপমাত্রা কমার পূর্বাভাস
মাঘ মাসের ১২ দিন কেটে গিয়েছে। কিন্তু জাঁকিয়ে শীতের দেখা মেলেনি। প্রশ্ন উঠছে, চলতি মরসুমে কি জাঁকিয়ে শীত আর পড়বে না? আলিপুর আবহাওয়া দফতর আগামী কয়েক দিনে তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে। তবে জাঁকিয়ে শীত পড়বে কি না, তা নিয়ে নিশ্চিত করে কিছু জানায়নি হাওয়া অফিস। রাজ্যের সর্বত্র আগামী তিন দিনে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমবে। তার পরের দু’দিনে আবার পারদ চড়বে দুই থেকে তিন ডিগ্রি।
এসএফআইয়ের বিকাশ ভবন অভিযান
স্কুল ছুটদের ক্লাসে ফেরানো, প্রাথমিক-সহ সমস্ত স্কুলে ছাত্র এবং শিকক্ষদের সঠিক অনুপাত বজায় রাখা, কলেজ-বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোমবার বিকাশ ভবন অভিযান করবে এসএফআই। সেই কর্মসূচি ঘিরে সল্টলেকে কী পরিস্থিতি হয়, সে দিকে নজর থাকবে।