দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
২০২৬ সালের গঙ্গাসাগর মেলা নিয়ে জরুরি বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বৈঠক হবে বলে জানানো হয়েছে। মেলায় আয়োজনের সিংহ ভাগ দায়িত্ব থাকবে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের হাতে। তাই বৈঠকে মন্ত্রী পুলক রায়-সহ ওই দফতরের আধিকারিকদের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। এ ছাড়াও বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
বুধবারের পর আজও এসআইআর সংক্রান্ত মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। দেশের নতুন প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে মামলাটি শুনানির জন্য উঠবে। কী ভাবে দু’মাসের মধ্যে এসআইআর হচ্ছে, তা নিয়ে বুধবার আদালতে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। তিনি সওয়াল করেন, এই ধরনের প্রক্রিয়া আগে কখনও দেশে হয়নি। কিন্তু তাতে আপত্তি জানান প্রধান বিচারপতি কান্ত। তিনি বলেন, ‘আগে দেশে কখনও হয়নি’— এই মাপকাঠিতে কোনও প্রক্রিয়ার সাংবিধানিক বৈধতা বিচার করা যায় না। আজ এই মামলা ফের শুনানির জন্য উঠবে আদালতে।
দক্ষিণ আফ্রিকার কাছে গো-হারা হেরেছে ভারত। টেস্ট ক্রিকেটে রানের নিরিখে ভারতের সবচেয়ে বড় হার। এত বড় ভরাডুবি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে আগে কখনও হয়নি। গুয়াহাটি টেস্টের অধিনায়ক ঋষভ পন্থ বলেছেন, তাঁরা অল্প হতাশ! কোচ গৌতম গম্ভীরের বক্তব্য, টেস্ট ক্রিকেটকে অগ্রাধিকার দিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। চুনকাম হওয়ার পর কী বলছে ভারতীয় ক্রিকেট দল? থাকছে সব খবর।
আজ মেয়েদের আইপিএলের নিলাম। বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রান্তি গৌড়, শ্রী চরণি, রেণুকা সিংহ, স্নেহ রানা, হরলীন দেওল, দীপ্তি শর্মাদের কত দর উঠবে? এই নিলামে নেই ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, জেমাইমা রদ্রিগেজ়, আমনজ্যোৎ কৌর, রিচা ঘোষ, শেফালি বর্মা। কারণ, সংশ্লিষ্ট দল এ বার তাঁদের ধরে রেখেছে। কোন দল কাকে নেবে? নিলাম শুরু দুপুর ২:৩০ থেকে। দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
মলাক্কা প্রণালীর কাছে বুধবার ভোরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’। তার দাপটে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তামিলনাড়ুর উপকূল, কেরল এবং অন্ধ্রপ্রদেশে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সেই সঙ্গে প্রবল বেগে বইবে ঝোড়ো হাওয়া। এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তা ছাড়া, আলিপুর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে নতুন একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তা ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনই বাংলার উপকূলে এর কোনও প্রভাব পড়ছে না।